আন্তর্জাতিক ডেক্সঃ গাজার ওপর লাগাতার হামলা করা নিয়ে ইজরায়েল বাহিনীকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন,’ আমি ইজরায়েল পশ্চিম তীরে যে ব্যাপক হামলা চালাচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।‘
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘গাজা থেকে প্যালেস্টাইনবাসীদের জোর করে বাস্তুচ্যুত করা চলবে না, পুনর্দখল চলবে না, কোনো অবরোধ ও করা যাবে না।‘চলমান ইসরাইল-হামাস সংঘাতে যুক্তরাষ্ট্র কি চায় তা মার্কিন দৈনিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ – র মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। এই ঘটনার পরই ইজরায়েল বাহিনী হামলা চালানো শুরু করে গাজার উপকূলে। তবে বাইডেনের শনিবারের এই বক্তব্যের পর গাজার উপকূলে ইজরায়েল লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। কবে ইজরায়েল যুদ্ধবিরতির ডাক দেবে সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।