এই মুহূর্তে




আমেরিকার দুই শত্রু রাশিয়া- উত্তর কোরিয়ার উপরে কেন শুল্ক চাপালেন না ট্রাম্প?

google

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের তাবড় তাবড় দেশের পণ্যের ওপরে শুল্ক চাপালেও সেই তালিকা থেকে বাদ গিয়েছে পুতিনের দেশ রাশিয়া। শুল্ক চাপানোর তালিকায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চিন, কানাডার মতো দেশ রয়েছে। কিন্তু সেখানে নেই রাশিয়া।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট অ্যাক্সিওসকে জানিয়েছেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ মার্কিন নিষেধাজ্ঞা ইতিমধ্যেই ‘যেকোনও অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে।’ রাশিয়ার ওপর আগেই মার্কিন বিধি নিষেধ থাকায় এই স্টান্সে রয়েছে আমরিকা। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলির তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে বলে জানা গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের তালিকায় ছিল এবং ১০ শতাংশ পারস্পরিক শুল্কের মুখে পড়ছে তারা।

শুল্ক অরোপের তালিকা থেকে রাশিয়া বাদ পড়ায় অবাক হয়েছেন অনেকেই। মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট ট্রাম্প।

রাশিয়ার পাশাপাশি শুল্কের তালিকা থেকে বাদ পড়েছে আরো কিছু দেশ। তাদের মধ্যে রয়েছে, মস্কোর মিত্র বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়া। এই দেশগুলোর ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। এছাড়া বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপরেও যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ পৃথিবীর অন্যতম প্রত্যন্ত অঞ্চল। অ্যান্টার্কটিকার কাছে বরফে ঢাকা ও জনশূন্য এই দ্বীপগুলোতে শুধুই পেঙ্গুইনের বাস। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে সেখানে যেতে নৌকায় করে দুই সপ্তাহ সময় লাগে। তারওপরেও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে ডনের দেশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

চিনের উপরে অতিরিক্ত ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

ট্রাম্পের হাতের পুতুল মুনির-শাহবাজ! প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে, সহিংস ইসলামাবাদে মৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ