-273ºc,
Friday, 9th June, 2023 3:45 am
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ মুম্বই দলের এখন হিরো আকাশ মাধওয়াল। গত বুধবার আইপিএল-এর প্লে-অফ ম্যাচে লখনউ একাই শেষ করে দিয়েছেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকাশ বলেন, যশপ্রীত বুমরাহ চোটের কারণে এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাই বলে আমি বুমরাহর পরিবর্তিত নই।
নিজের এই সাফল্যের প্রসঙ্গে বলতে গিয়ে, আকাশ বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ভালো পারফরম্যান্স করতে। শুধু এই ম্যাচেই নয়, আইপিএল-এর প্রতিটি ম্যাচই ছিল আমার কাছে চ্যালেঞ্জের। ভালো লাগছে আজ আমি সফল হয়েছি, এবং আমার দল জয়লাভ করেছে। আমি ভালো খেললেও দল হেরে গেলে কোনও মূল্যই থাকে না ভালো খেলার। আর অনেকে হয়তো ভাবতে শুরু করেছেন যে আমি বুঝি যশপ্রীত বুমরাহর সমকক্ষ হয়ে গেলাম। না, এটা কখনই ভাববেন না।
আরও জানতে পড়ুন: লখনউ ম্যাচের নায়ক আকাশ পড়াশোনাতেও সফল
এরপরই নিজের দলের অধিনায়ক রোহিত শর্মা সম্বন্ধে আকাশ বলেন, রোহিত ভাই যথেষ্ট ভালো একজন ক্রিকেটার শুধু নয়, একজন ভালো মানের অধিনায়কও। এবং অনুশীলনে রোহিত ভাই আমাকে যেভাবে নতুন বলে বল করতে হবে সব টিপস দেন প্রতিনিয়ত।
আমাকে নিয়ে রোহিত ভাইয়ের একটা আলাদা পরিকল্পনা ছিল। তিনি হয়তো ভাবছিলেন কি করে আমার থেকে সেরা খেলাটা আদায় করে নেওয়া যায়। গত বুধবারের ম্যাচে আমি সেটাই করে দেখাতে পেরে দারুণ আনন্দিত। কেননা এটাই আমার প্যাশন।
নবীর উল-হকের কোহলি কোহলি ধ্বনি উপভোগ সম্বন্ধে আকাশ বলেন, এটা যাঁর যাঁর ব্যক্তিগত ব্যাপার। আমি মাঠে এইসব নিয়ে ভাবি না। কেননা তখন আমার একটাই চিন্তা থাকে আমার সেরাটা দিয়ে দলকে জেতাতে হবে। আর আমার কাছে ক্রিকেটই শেষ কথা। সোশ্যাল মিডিয়ায় কে কি কাকে নিয়ে মন্তব্য করলেন তা নিয়ে আমি মোটেই ভাবি না।