এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: লকনৌকে হারিয়ে লিগ টেবিলে ওপরে ওঠাই লক্ষ্য বিরাটদের

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ১৬তম সংস্করণে সোমবার ঘরের মাঠে বিরাটদের আরসিবির মুখোমুখি হতে চলেছে লকনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচটা দুই দলের কাছে গুরুত্বপূর্ণ থাকলেও, বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই বিরাটদের কাছে। কেননা বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে বিরাটরা রয়েছে সাত নম্বর স্থানে। আর কেল রাহুলরা রয়েছে দু নম্বর স্থানে। কাজেই সোমবার বিরাটদের কাছে প্লে-অফে যেতে গেলে এই ম্যাচটা অবশ্যই জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই।

সোমবারের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে একটি দল পাঞ্জাবকে হারিয়ে জয় পেয়েছে, অন্য দিকে আর একটি দল নাইটদের কাছে পরাজিত হয়েছে। ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। সুতরাং লকনৌ-এর বিরুদ্ধে তাঁকে এবং ডুপ্লেসিকে ব্যাটিং লাইনে কিন্তু বড় ভূমিকা নিতেই হবে ম্যাচ জিততে গেলে। বেঙ্গালুরু দলটা ব্যাটিংয়ে মূলত তিনজনের ওপর বিশেষভাবে নির্ভরশীল। ডুপ্লেসি-বিরাটদের পাশাপাশি, রান করতে হবে ম্যাক্সওয়েলকেও। কারণ  এর পরের ব্যাটারদের ওপর ভরসা করা একেবারেই ঠিক হবে না। তার প্রমাণ তাঁরা পেয়েছেন আগের ম্যাচগুলিতেই।

বেঙ্গালুরু দলে বল হাতে অবশ্য বোলারদের মধ্যে অনেকই ছন্দে আছেন। হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, বিজয় কুমারদের পারফরম্যান্স অবশ্য তাই বলছে বিগত ম্যাচগুলির পরিসংখ্যানে। কাজেই সোমবারের ম্যাচেও তাঁদের ওপর কিছুটা ভরসা করা যেতেই পারে।

অন্য দিকে রাহুলদের দলের সবচেয় বড় ভরসা হল সব বিভাগেই দলটার ছন্দে থাকা। রাহুল নিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও তাঁর অভাব কখনও ঢেকে দিচ্ছেন মায়ার্স, আবার স্টেইনস আবার কখনও নিকোলাস পুরাণ।

আরও জানতে পড়ুন: চেন্নাই-এর পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে পছন্দ জানালেন আক্রাম

তেমনি বল হাতেও তাঁর হাতে রয়েছে একগাদা বোলার। স্টেইনস, মায়ার্স-এর পাশাপাশি রয়েছেন বাদানি, নবীন-উল খক, ক্রুণাল পাণ্ডিয়ারা। কাজেই সব বিভাগেই বেঙ্গালুরুকে টেক্কা দেওয়ার রসদ মজুত রয়েছে রাহুলের ঘরে।

পিচের অবস্থা অনুযায়ী এখন অবধি যে কটা ম্যাচ হয়েছে তাতে এই পিচে বড় রান করা সম্ভব হয়নি ব্যাটারদের পক্ষে। অন্য ম্যাচের মতো সোমবারও স্পিনাররা বাড়তি সুবিধাই পাবেন বলেই মনে করা হচ্ছে। কাজেই প্রথম যে দল টস জিতবে তারা যে ব্যাটিং-ই পছন্দ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, লকনৌ-এর দলে দীপক হুডার পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাঁর জায়গায় খুব সম্ভবত দলে আসতে পারেন মনন ভোহরা। বাকি দল অপরিবর্তিতই থাকবে। অন্য দিকে বিরাটদের দলেও একটি পরিবর্তন হতে পারে শাহবাজ আহমেদ-এর জায়গায় দলে আসতে পারেন ডেভিড উইলি।

এখন দেখা যাক চলতি আইপিএল-এর ৪৩তম ম্যাচে সোমবার শেষ হাসি কে হাসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার চেলসির বিরুদ্ধে অনিশ্চিত ম্যান সিটির হল্যান্ড

দিল্লিতে ঘরের মাঠে জয়ের ছন্দ বজায় রাখতে নামছে ঋষভ পন্থরা

জিতেও শাস্তির মুখে রাহুল, জরিমানা করা হল রুতুরাজকেও  

এপ্রিলের শেষে ঘোষণা টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ

চেন্নাইকে হেসেখেলে হারাল রাহুলের লখনউ

মাহি ধামাকা, লখনউকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর