এই মুহূর্তে

IPL-2023: মুম্বই ম্যাচে মহসিন-এর পারফ্যান্সে অভিভূত তাঁর ছোটবেলার কোচ

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার সকাল বেলা। সেদিনও প্রতিদিনের মতোই মাঠে গিয়ে ছোট-ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন মধ্যবয়সী এক ভদ্রলোক। নাম বিজয় গুপ্তা। উত্তরপ্রদেশের মুরাদাবাদের এই ক্রিকেট প্রশিক্ষকের হাতেই তৈরি বর্তমান লখনউ দলের অন্যতম সদস্য মহসিন খান।

প্রিয় ছাত্র মহসিন গত মঙ্গলবার মুম্বই-এর বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে যে বল করেছেন তা এক কথায় অসাধারণ। কেননা ম্যাচেটা এমন একটা পজিশনে ছিল সেই সময় মহসিন যদি একটু ভুল করতেন তাহলেই ম্যাচ থেকে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত লখনউকে। তা হয়নি। মহসিনের বলেই শেষ পর্যন্ত বাজিমাত ক্রুণাল পাণ্ডিয়াদের। বাড়িতে বসেই সেই ম্যাচ টিভির পর্দায় দেখেছিলেন মহসিনের ছোটবেলার কোচ।

শুক্রবার যখন তাঁর কাছে মহসিনের পারফরম্যান্স সম্বন্ধে প্রশ্ন করতেই বিজয়জি ফিরে গেলেন মহসিন যে সময় চোট পেয়েছিলেন সেই কঠিন সময়টাতে। বললেন, কঠিন একটা সময় পার করে মহসিন আজ এই জায়গায়। ওই চোটের কবলে পড়ে ওই সময় মহসিন-এর ক্রিকেট খেলাই প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। যাক ঈশ্বরকে ধন্যবাদ জানাই, উনি আবার স্বমহিমায় মহসিনকে ফিরিয়ে দিয়েছেন ক্রিকেট মাঠে।

আরও জানতে পড়ুন: বুমরাহ দলে থাকলে এই মুম্বই দলটা অন্যরকম লাগতো বলে মত জাহির খানের

তবে এই সাফল্যেই থেমে থাকলে চলবে না মহসিনকে। আরও ওপরের দিকে যেতে হবে ওকে। মুম্বই-এর বিরুদ্ধে ম্যাচে মহসিন যখন শেষ ওভারে বল করতে এল, তা দেখে আমারও একটু টেনসন হচ্ছিল ঠিক কথাই, তবে বিশ্বাস করুন প্রিয় ছাত্রের প্রতি আস্থা কখনও হারাইনি। কেননা আমি জানতাম মহসিন যেভাবে অনুশীলন করেছে প্রতিদিন, তাতে চাপ সামলে ঠিক ম্যাচ বার করে দেবে। আর সেটাই হয়েছে। এরজন্য আমি ওঁর কোচ হিসেবে গর্ববোধ করি।

মহসিনকে মনে রাখতে হবে আইপিএল খেললেই শুধু হবে না। ওঁকে গায়ে চড়াতে হবে দেশের জার্সি। আমার দৃঢ় বিশ্বাস মহসিন তা পারবে। তবে এর আগে ঘরোয়া টুর্নামেন্টগুলিতে মহসিনকে আরও ভালো খেলতে হবে।মহসিনের প্রতিভা আছে, এখন শুধু সান দেওয়ার অপেক্ষা।

মহসিন যখন বল হাতে ২২ গজে মুম্বইকে বধের নিশানায় ব্যস্ত, ঠিক সেই সময় তাঁর অসুস্থ বাবা হাসপাতালের আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন। মহসিন বাবাকে এই সাফল্য উৎসর্গ করাতে খুশি বিজয় গুপ্তাও।

এই প্রসঙ্গে বিজয়বাবু বলেন, দেখুন বাবা ও মাকে কে না ভালোবাসে। মহসিনও তার ব্যতিক্রম নয়। ওঁর বাবা নিজেও একজন ক্রিকেটপ্রেমী মানুষ। ছেলে কি রকম খেলেছে, তার পুরোটাই নজরে রাখতেন সর্বদা। মহসীনের দুঃসময়ে তিনিও ছেলের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন প্রতি নিয়ত। মহসীন যে সেই দিনগুলো ভুলে যায়নি। কাজেই নিজের এই সাফল্য ও একদম সঠিক লোককেই উৎসর্গ করেছে।

সব শেষে বিজয়বাবুর একটাই কথা, মহসিন খুব শীঘ্রই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে দেশের হয়ে খেলবে। আমি এই স্বপ্নই দেখি বার বার। আশাকরি ঈশ্বর আমার এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কার্তিকের ঝোড়ো ব্যাটিং সত্বেও হায়দরাবাদের কাছে হারলেন বিরাটরা

মুম্বইকে উড়িয়ে লিগ শিল্ড জিতে ইতিহাস মোহনবাগানের

নিজেদের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ

কান্দিতে তৃণমূল কর্মীর বাড়িতে ‘সর্ষে ইলিশ’ চেটেপুটে খেলেন গুজরাতি ইউসুফ পাঠান

গ্রেফতার প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল স্ল্যাটার

টানা ৫ ম্যাচ হারের লজ্জা এড়ানোর লক্ষ্যে মাঠে নামছেন বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর