এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নোট বাতিলের নয়া মামলা সুপ্রিম কোর্টে, নেপথ্যে এক বাঙালি

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের(Modi Government) সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুম্বইয়ের প্রবাসী বাঙালি তথা আরটিআই অ্যাক্টিভিস্ট মনোরঞ্জন রায়(Monoranjan Roy)। দেশের শীর্ষ আদালতে(Supreme Court) তিনি মামলা ঠুকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নোট বাতিলের( Demonetarization) কথা ঘোষণা করার দেড় বছর আগে থেকেই নাকি নতুন ৫০০ টাকার নোট ছাপার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্কের(Reserve Bank Of India) গর্ভনর হওয়ার আগেই ওই সব নতুন নোটে বসে গিয়েছিল উর্জিত প্যাটেলের(Urjit Patel) সই। কীভাবে এটা সম্ভব হল, সেটাই মামলায় জানতে চেয়েছেন মুম্বইয়ের ওই প্রবাসী বাঙালি। আর এই মামলার জেরে আবারও বড়সড় অস্বস্তিতে পড়ে গিয়েছে মোদি সরকার।

২০১৬ সালের ৮ নভেম্বর, রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেকার ৫০০ ও ১০০০টাকার নোট বাতিল করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কার্যত সেই ঘোষণা দেশের কোটি কোটি মানুষকে শুধু যে বড়সড় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল তাই নয়, দেশের অর্থনীতিকেও বড়সড় ধাক্কা দিয়ে দিয়েছিলে। এটিএম থেকে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে অনেকেই মারা গিয়েছেন। কিন্তু যে কালো টাকা উদ্ধারের গপ্পো শুনিয়ে এই নোটবন্দি করেছিলেন মোদি সেই কালো টাকা কিন্তু কোনওদিনই উদ্ধার হয়নি। উল্টে রিজার্ভ ব্যাঙ্কই জানিয়ে দেয়, যে টাকা বাজারে ছিল তার সবটাই ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে। তার জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। প্রশ্ন ছিল কালো টাকা কোথায় গেল? সেই প্রশ্নের সাফ জবাব কোনওদিনই দেয়নি মোদি সরকার। কিন্তু এবার তাঁদের সামনে আরও বড় প্রশ্ন। নোটবন্দির কথা ঘোষণার দেড় বছর আগে থেকেই কীভাবে নতুন ৫০০ টাকার নোট ছাপার প্রক্রিয়া শুরু হল আর সেই নোটে কীভাবে উর্জিত প্যাটেলের সই এল যিনি তখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হননি, এমনকি তাঁর নাম ঘোষনাটাও করা হয়নি।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা মনোরঞ্জন রায়ের দাবি, তথ্য জানার অধিকার আইনের আওতায় মোদি সরকারই তাঁকে জানিয়েছে, নোটবন্দির কথা ঘোষণার দেড় বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল নতুন ৫০০ টাকার নোট ছাপার প্রক্রিয়া। দেড় বছরে ছাপা হয়েছিল সাড়ে ৩৭ কোটি নতুন ৫০০ টাকার নোট। সেটাও আবার মহারাষ্ট্রের নাসিকের সরকারি ছাপাখানায়। কেন্দ্র কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে জানিয়েছে, ২০১৬’র ফেব্রুয়ারি থেকে নোট বাতিলের আলোচনা শুরু হয়েছিল। এই বয়ানের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার, ২৪ নভেম্বর শীর্ষ আদালতে পরবর্তী শুনানি। কিন্তু ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হলে নোট বাতিলের ১৭ মাস আগে নতুন নোট ছাপা শুরুর যুক্তি কী? মনোরঞ্জন রায়কে কারেন্সি নোট প্রেসের ডেপুটি জেনারেল ম্যানেজার মণীশ শঙ্কর লিখিতভাবে জানিয়েছেন, এপ্রিল ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৬ নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট ছাপা হয়েছে ৩৭৫.৪৫০ মিলিয়ন, অর্থাৎ ৩৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার। এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ককে দেওয়া হয়েছে ৩৪৫ মিলিয়ন, অর্থাৎ ৩৪ কোটি ৫০ লক্ষ।

মনোরঞ্জন এই তথ্য জেনেছিলেন ২০১৭ সালের ৭ এপ্রিল। আর এই কারণেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টে দেওয়া কেন্দ্র সরকারের হলফনামা। কেননা দেশের সর্বোচ্চ আদালতে মোদি সরকারের দেওয়া ১৬ পাতার জবাবের সঙ্গে আরটিআইয়ের তথ্যের ফারাক প্রকাশ্যে এসে গিয়েছে। ২০১৬ সালে দায়ের করা মামলা এখন নতুন করে উঠেছে শীর্ষ আদালতে। কেন্দ্র দাবি করছে, মামলার গুরুত্ব নেই। সুপ্রিম কোর্ট অবশ্য তা মানতে নারাজ। তাই পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ বসিয়ে ফের শুরু হয়েছে শুনানি। সেই মামলাতেই নিজেকে যুক্ত করছেন মনোরঞ্জনবাবু। তাঁর অভিযোগ, মোদি সরকার আদালতকে বিভ্রান্ত করছে। মিথ্যা বলছে। তাঁর হাতে রয়েছে সরকারি ছাপাখানার তথ্য। তাতে স্পষ্ট বলা হয়েছে, কবে থেকে ছাপা হচ্ছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট।

প্রবাসী এই বাঙালি আরটিআই অ্যাক্টিভিস্ট জানিয়েছেন, ‘রঘুরাম রাজন আরবিআই গভর্নর থাকার সময় নতুন ডিজাইনের কোনও ৫০০ টাকার নোট ছাপা হয়নি। ছাপা হয়েছে উর্জিত প্যাটেলের সময়ে। অথচ আরবিআই গভর্নর হিসেবে উর্জিত প্যাটেল দায়িত্বই নিয়েছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। তাহলে? দেড় বছর আগে থেকে কীভাবে ছাপা হল নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট? সুপ্রিম কোর্টে এই মামলায় যুক্ত হতে চেয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছি। এবার অ্যাপ্লিকেশন জমা করছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

দীর্ঘদিন নেতাদের দেহরক্ষী থাকতে পারবে না পুলিশকর্মী, নয়া নিয়ম আনছে নবান্ন

শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর