এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

এই প্রথম পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: নবজোয়ার কর্মসূচী তাঁর পায়ের নীচের মাটিকে শক্ত করে দিয়েছে। এবার সেই শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই তিনি নামছেন পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচারে। নজরে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলি থেকেই শুরু হচ্ছে তাঁর প্রচারের কর্মসূচী। করবেন জনসভা ও রোড শো। এই কর্মসূচীতে বিশেষ ভাবে গুরুত্ব পেতে চলেছে জঙ্গলমহল, বীরভূম এবং রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি। কর্মসূচী থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে দক্ষিণবঙ্গেই তাঁর বেশির ভাগ সভা ও রোড শো থাকছে। প্রতিদিন ২ থেকে ৩টি সভা করবেন অভিষেক। তবে যে দিন রোড শো থাকবে সেদিন সভার সংখ্যা কম থাকবে।

আরও পড়ুন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা ও যাদবপুর

কিছুদিন আগেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচী শেষ করেছেন অভিষেক। দার্জিলিং, কালিম্পং ও কলকাতা বাদ দিয়ে বাংলার প্রতিটি জেলায় গিয়ে সভা, রোড শো করেছেন অভিষেক। দলের নেতাকর্মীদের সঙ্গে গুচ্ছের সভা করা ছাড়াও তাঁদের সঙ্গেই রাত্রিবাসও করেছেন। হাজারো মানুষের ভিড়ে মিশে গিয়েছেন। আবারও সেই একই ছবি ধরা পড়তে চলেছে পঞ্চায়েত ভোটের প্রচারে। মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শুনবেন তিনি। দলের কর্মীদের সঙ্গে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট চাইবেন অভিষেক। আর থাকবে বিরোধীদের প্রতি তীক্ষ্ণ আক্রমণ। এবারে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে যারা তৃণমূলের প্রার্থী হয়েছেন তাঁদের তুলে আনা হয়েছে অভিষেকের নবজোয়ার কর্মসূচীর সময়ে হওয়া দলীয় ভোটের মাধ্যমে। কার্যত রাজ্যের তরুণ প্রজন্মকে এবার তুলে আনা হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের নীচেরকার দুই স্তরে। অভিষেক এদের হয়েই মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন।

আরও পড়ুন হাতিদেরও ডিউটি পড়ছে বাংলার পঞ্চায়েত ভোটে

নবজোয়ার কর্মসূচীতে ৩ বার মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা গিয়েছে। প্রথমবার মালদা, দ্বিতীয়বার শালবনী এবং তৃতীয়বার কাকদ্বীপে। এবারেও সেই সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের দুই রথীকে একই মঞ্চে দেখা যেতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে কবে কোথায় সেই সব সভা হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে আগামী সপ্তাহ থেকেই যে অভিষেক পঞ্চায়েতের প্রচার শুরু করতে চলেছেন সেটা একরকম নিশ্চিত। ২-১ দিনের মধ্যেই সামনে চলে আসবে অভিষেক ঠিক কোথায় কোথায় এবং কবে কবে সেই সব সভা আর রোড শো করবেন। ঘটনাচক্রে এই প্রথম অভিষেক পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন। এর আগে তাঁকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর