এই মুহূর্তে




অভিষেক কন্যাকে কুরুচিকর ভাষায় আক্রমণ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দু’জন তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ(Police)। এর পরেই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। এ বার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী ১৫ নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা আর জি করে

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিকালে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, ‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’ প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মহিলা ডায়মন্ডহারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। তার পরেই গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেফতার হন দুই তরুণী। গত ৭ ও ৮ সেপ্টেম্বর ওই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন, খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ

যদিও এই রায়কে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য সরকার। এমনকি প্রয়োজনে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রাখা হচ্ছে। তবে যে দুই তরুণীকে ঘিরে এই ঘটনা ঘটেছে তাঁদের রাজনৈতিক পরিচয় এখনও সামনে আসেনি। সেই জায়গা থেকে পুলিশের ধারনা এরা নকশাল কার্যকলাপের সঙ্গে জড়িত। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে কলকাতা শহর সহ শহরতলিতে যত প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল তখন সেই আন্দোলনে নকশালদের উপস্থিতির প্রমাণ পেয়েছিল পুলিশ। তাই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও, ওই দুই তরুণী নকলাশ কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

মাসে মাসে টাকা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, বড় ঘোষণা মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর