নিজস্ব প্রতিনিধি: ফের সল্টলেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পিনাক সরকার। বয়স ৬৬ বছর । সল্টলেকের এ ই ব্লক(AE Block) এ থাকতেন তিনি। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন।শুক্রবার দুপুরে বাঘা যতীনের রিজেন্ট পার্ক এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হয় আরো এক মহিলার । তার নাম কল্পনা । শুক্রবার একই দিনে রাজ্যে ডেঙ্গুর বলি হন মোট ৪ জন। এ নিয়ে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হলো। অন্যদিকে খড়্গপুরের (Kharagpur)৮ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার নাম রুনিতা মল্লিক। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ওই গৃহবধূর মৃত্যু হয় ।জ্বরের পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ আসে বলে পরিবার দাবি করে। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালেও (Ghatal)ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গুর লার্ভা খুঁজতে হানা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ(Atin Ghosh) ।এরপর তিনি যাদবপুর এলাকায় বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে হানা দেন। সেখানে মশার লার্ভা দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষ সঙ্গে বাদানুবাদে জড়িয়ে যান ডেপুটি মেয়র। এদিকে শুক্রবার কলেজ স্ট্রিটের বই পাড়াতে হানা দিয়ে ডেঙ্গু মশার লার্ভা দেখতে পান ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনিই সেখানে মার্কেট কর্তৃপক্ষকে কোন কারণেই যাতে জঞ্জাল ও বৃষ্টির জল জমে না থাকে তা নিয়ে কড়া নির্দেশ দেন।
এরপর ডেপুটি মেয়র অতীন ঘোষ হান দেন মেডিকেল কলেজে(Medical College Hospital)। সেখানেও তিনি বৃষ্টির জমা জলে মশার লার্ভা খুঁজে পান। যা নিয়ে খুব চিন্তিত ডেপুটি মেয়র। তবে রাজ্যে যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেই সময়। বেলেঘাটাতে যে শ্রমিক নিপা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছিলেন, তার রিপোর্ট পুনে থেকে এসে পৌঁছেছে। সেই রিপোর্টে নেগেটিভ বলে জানানো হয়েছে। যাতে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে রাজ্যের স্বাস্থ্য মহল।