এই মুহূর্তে




মানুষ অজন্তা সার্কাস দেখুন, উনি ভালো থাকুন! দিলীপকে বাবুল খোঁচা




নিজস্ব প্রতিনিধি: বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে(Bye Election) তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়(Babul Supriya)। রবিবার সকাল থেকেই তিনি বেড়িয়ে পড়েন প্রচারে। পার্ক সার্কাস এলাকায় এদিন তাঁকে প্রচার করতে দেখা যায়। আর সেই প্রচারের ফাঁকেই তিনি এদিন খোঁচা দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। পাশাপাশি নিজের জয় নিয়েও যে তিনি বেশ আত্মবিশ্বাসী সেটাও এদিন জানিয়ে দিয়েছেন বাবুল। পার্ক সার্কাস এলাকায় এদিন প্রচারে বেড়িয়ে বাবুলকে যেমন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপ করতে দেখা গিয়েছে তেমনি পাড়ায় পাড়ায় ঢুকে আমজনতার সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে। খেলেছেন ফুটবল ও বক্সিংও। দুপুরে তিনি ম্যান্ডেভিলা গার্ডেন্সেও প্রচারে যান। সেখানে দলীয়কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারতেও দেখা যায় তাঁকে।

শনিবার সন্ধ্যায় বাবুল বালিগঞ্জে তৃণমূলের সংখ্যালঘু সেলের এক সভায় যোগ দেন বাবুল। সেখানে তিনি মাথায় ফেজ টুপিও পরেন। সেই প্রসঙ্গ তুলেই রবিবার বাবুলকে প্রথমে আক্রমণ শানেন দিলীপ(Dilip Ghosh)। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, সবে তো টুপিটা পরেছেন। লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন। আমরা আদর্শ নিয়ে আছি। তিনি হেরে গিয়েছেন সব জায়গায়। এখন কোনওরকমে মন্ত্রীত্ব পাওয়ার তালে আছেন। তাঁর কিছু চাই না। একটি মন্ত্রীত্ব চাই, গাড়ি চাই। আর সিকিউরিটি চাই। এটাই জীবনের লক্ষ্য ওনার।’ দিলীপ ঘোষের এই জবাবই বাবুল ফিরিয়ে দেন পার্ক সার্কাসের দাঁড়িয়ে। তিনি বলেন, ‘উনি ভালু থাকুন। মানুষ ওনার অজন্তা সার্কাস দেখুক। উনি এতটা খারাপ লেবেলের রাজনীতি করেন যে আমি ওই লেবেলে নামতেই চাই না। উনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাতেই ওনার দলেরই লোক তথাগত রায় ওনাকে জবাব দেন। আমি আর এর মধ্যে ঢুকতে চাই না। মানুশ যে বিজেপিকে(BJP) প্রত্যাখান করে চলেছে সেটা সাম্প্রতিককালের সব নির্বাচনেই প্রমাণিত হয়েছে। তাই নিজের জয় ছাড়া আমি আর কিছু ভাবছি না।’

এদিন সকালে রবিবাসরীয় প্রচারে বের হয়ে বাবুল পার্ক সার্কার্স ময়দানে প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গে কথাবার্তা এলাকার বাসিন্দাদের সঙ্গেও পরিচিত হন তিনি। তাঁকে উত্তরীয় দিয়ে স্বাগত জানান স্থানীয় তৃণমূল কর্মীরা। পার্কসার্কাস ময়দানে গিয়ে জনসংযোগ সারতে সারতে বাবুল ফুটবলও খেলেন। সেই সঙ্গে পার্ক সার্কাস ময়দানেই মার্শাল আর্ট ইনস্টিটিউটে ছোটদের সঙ্গে অংশ নিলেন কিক বক্সিংয়েও। দুপুরে ম্যান্ডেভিলা গার্ডেনসে দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে বিকালে আবার তিনি যোগ দেবেন ম্যাডক্স স্কোয়্যারের কর্মীসভায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধাননগরের ময়লা ফেলার জন্য পাথরঘাটায় নতুন ডাম্পিং স্টেশন হবে : ফিরহাদ হাকিম

দিঘায় মমতার উদ্যোগে জগন্নাথ মন্দির তৈরিকে স্বাগত অখিল ভারত হিন্দু মহাসভার

‘এক দেশ, এক ভোট মানব না’ ফের হুঙ্কার মমতার

পাইকারি বাজারে আলুর দাম কমলেও মানিকতলা বাজারে বেশি দামে বিকোচ্ছে কাঁচামাল

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নতুন তারিখ কবে?

লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর