এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আবারও বাংলা ভারত সেরা, এবার Biometric খাদ্যসামগ্রী প্রদানে

নিজস্ব প্রতিনিধি: রেশন বণ্টন(Ration Distribution) ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গ্রাহকের Aadhar নম্বরের Biometric যাচাই ব্যবস্থা চালু হয়েছে। এখন দেখা যাচ্ছে দেশের(India) মধ্যে রেশন গ্রাহকদের Aadhar নম্বরের Biometric যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলাই(Bengal) প্রথম। খোদ কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের দেওয়া পরিসংখ্যান থেকেই এই তথ্য সামনে এসেছে। সম্প্রতি দিল্লিতে বিভিন্ন রাজ্যের খাদ্য দফতরের সচিবদের বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। সেখানে আলোচ্য সূচি সংক্রান্ত নথিতে রাজ্যগুলির রেশন ব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানেই তুলে ধরা হয়েছে বাংলায় ৯৯ শতাংশেরও বেশি রেশন গ্রাহকের আধার নম্বরের Biometric যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। বাংলা থেকে যোজন যোজন পিছিয়ে দেশের সব বিজেপি(BJP) শাসিত Double Engine’র রাজ্যগুলি। পিছিয়ে আছে কংগ্রেস, বাম ও অনান্য আঞ্চলিক শক্তিগুলির দ্বারা চালিত রাজ্যগুলিও।

আরও পড়ুন ২ হাজারের নোট বাতিল ‘খামখেয়ালি ও তুঘলকি আচরণ’, ট্যুইট মমতার

দিল্লিতে বিভিন্ন রাজ্যের খাদ্য দফতরের সচিবদের যে বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক সেখানেই যে সব রাজ্যে আধার নম্বরের Biometric যাচাই ৯৫ শতাংশের কম, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে কেরল, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশায় ৯৫ শতাংশের কম Aadhar যাচাই হয়েছে। কেরলে মাত্র ৮৪ শতাংশ ক্ষেত্রে Aadhar নম্বর যাচাই করে খাদ্য দেওয়া হয়েছে। পাঞ্জাবে তো কোনও Aadhar যাচাই করা হয়নি। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ৯৯ শতাংশেরও বেশি রেশন গ্রাহকের Aadhar নম্বরের Biometric যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। তথ্য অনুযায়ী এমাসে এখনও পর্যন্ত ৭২ লক্ষ ২৪ হাজার খাদ্য সরবরাহ সংক্রান্ত প্রক্রিয়া হয়েছে বাংলায়। তার মধ্যে ৭২ লক্ষ ১৫ হাজার ক্ষেত্রে Aadhar নম্বর যাচাই করা হয়েছে। আর এই সাফল্য এসেছে মুখ্যমন্ত্রীর গৃহীত সিদ্ধান্তের জন্যই। কেননা বাংলায় রেশন দুর্নীতি ঠেকাতে তিনি অনেকদিন আগেই নির্দেশ দিয়েছিলেন Aadhar নম্বরের Biometric যাচাই করে খাদ্যসামগ্রী দেওয়ার। সেই সিদ্ধান্ত কেন্দ্র কোনও সিদ্ধান্ত জানানোর আগেই বাংলায় লাগু হয়ে যায়।

আরও পড়ুন সিবিআই জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, শুধু সময় নষ্ট: অভিষেক

মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত অনুযায়ী Aadhar নম্বর আঙুলের ছাপের মাধ্যমে Biometric যাচা‌ই করা হয়। কিন্তু অনেকের বিভিন্ন কারণে আঙুলের ছাপ মেলাতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয়। সেই সমস্যা দূর করার জন্য বাংলাতেই দেশের মধ্যে প্রথম রেশন দোকানগুলিতে Eye Scanner যন্ত্র দেওয়া হয়েছে। আঙুলের ছাপ মেলাতে সমস্যা হলে ওই যন্ত্রের সাহায্যে চোখের মণির ছবি নিয়ে Aadhar নম্বর যাচাই করা যাবে। এর জন্য রেশন ডিলারদের কোনও অতিরিক্ত খরচ হচ্ছে না। একইসঙ্গে All India Fair Price Shop Dealers Federation বা AIFPSDF’র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দাবি করেছেন যে, Aadhar যাচাই ব্যবস্থার জন্য অনেক রেশন গ্রাহক এখনও সমস্যায় পড়ছেন। খাদ্য দফতরের শীর্ষ কর্তাদের অবশ্য বক্তব্য, Aadhar নম্বর যাচাই কোনও কারণে না হলেও যাতে কোনও প্রকৃত রেশন গ্রাহক খাদ্যসামগ্রী পাওয়া থেকে বঞ্চিত না হন, তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গার্ডেনরিচে ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত

ঐতিহাসিক ১৩ মে, আজই আবার ভোট চতুর্থী, উজ্জীবিত তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর