এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার সিদ্ধান্তে স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায়

নিজস্ব প্রতিনিধি: কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের(Registration) স্ট্যাম্প ডিউটিতে(Stamp Duty) ২ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেটা ২০২১ সালের জুলাই মাস। তারপর থেকে এই খাতে রাজস্ব আদায় বাড়তে শুরু করে। এই ছাড়ের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত থাকছে। সেই নির্ধারিত সময়সীমা শেষ হতে এখনও বাকি প্রায় দু’মাস। তার মধ্যেই জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায় হতে চলেছে চলতি অর্থবর্ষে, এমনই তথ্য সামনে চলে এল। চলতি অর্থবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত এই খাতে আয়ের হার দেখে এমনই অভিমত রাজ্যের প্রশাসনিক মহলের আধিকারিকদের। আগামী ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে বিধানসভায়। তার আগে এই পরিসংখ্যান বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এখনকার অঙ্কের থেকে ৩১ মার্চ পর্যন্ত আদায়ের অঙ্কটা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন বাংলার ৬ লক্ষেরও বেশি কৃষক নাও পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’র টাকা

নবান্ন(Nabanna) সূত্রে খবর, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে স্ট্যাম্প ডিউটি বাবদ ৫,২৭৯ কোটি ৬৫ লক্ষ টাকা আয় হয়েছিল। ২০২১-২২ আর্থিক বছরে তা গিয়ে দাঁড়ায় ৭,০৯৩ কোটি ৪৫ লক্ষ টাকায়। তার মধ্যে ৫০৭৬ কোটিই আসে প্রথম ন’মাসে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। চলতি ২০২২-২৩ অর্থবর্ষে প্রথম ন’মাসের আদায় সেই অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে। পরিমাণটা প্রায় ৫১২২ কোটি টাকা। আর সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে এই খাতে যোগ হয়েছে আরও ৫০০ কোটি টাকারও বেশি অঙ্কের টাকা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, অর্থবর্ষের শেষ দু’মাসে এই ছাড় বহাল থাকছে। ফলে জমি-বাড়ি বা ফ্ল্যাট কেনার আগ্রহ বাড়বে। ফলে স্ট্যাম্প ডিউটি খাতেও বাড়বে আদায়।

আরও পড়ুন বীরভূমে বোমা মেরে তৃণমূল কর্মীকে খুন, গ্রেফতার ৬

নবান্নের আধিকারিকদের দাবি, গতবার এই খাতে আদায় সর্বকালীন রেকর্ড গড়েছিল। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে স্ট্যাম্প ডিউটি সংগ্রহের ক্ষেত্রে রাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) অবশ্য এব্যাপারে যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার ফল। রাজস্ব আদায়ের থেকেও বড় বিষয় হল, এই সিদ্ধান্তের কারণে বহু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।’ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আগেই স্বাগত জানিয়েছিলেন আবাসন নির্মাতা সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন ক্রেডাইয়ের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুশীল মোহতা। এপ্রসঙ্গে আরও একধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, ‘চলতি অর্থবর্ষে এর মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে আশা করছি।’ এই আবর্তে আসন্ন রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ সরকার আরও বাড়ায় কি না, সেদিকেই এখন নজর সকলের। আগামী ৮ ফেব্রুয়ারি সেই বাজেট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর