এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

CBI’র নজরে ১৪টি পুরসভার ৩২জন কাউন্সিলর, ডাক শীঘ্রই

নিজস্ব প্রতিনিধি: অনেকে ফ্ল্যাট কিনেছেন, কেউ জমি, কেউ দামি গাড়ি, আবার কেউ কেউ বিলাস-বহুল ভ্রমণেও গিয়েছিলেন। কারও কারও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। কীভাবে তা সম্ভব হল? সেই প্রশ্নই এবার তৃণমূলের(TMC) ৩২জন কাউন্সিলরের(Councilors) সামনে রাখতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। রাজ্যের মোট ৬০টি পুরসভায়(Municipalities) নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তে নেমেছে CBI। বুধবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের ১৪টি পুরসভা সহ ২০টি জায়গায় হানা দেয় তল্লাশির জন্য। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বাজেয়াপ্ত করা হয়েছে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি ও অ্যাকাউন্টসের সাড়ে ৩ হাজার কাগজপত্র। এসব নথি পরীক্ষার পর সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের ডেকে পাঠানো হবে বলে সূত্রের খবর। বিভিন্ন জায়গায় রাত পর্যন্ত চলে তল্লাশি। এখন সূত্রে জানা যাচ্ছে, ওই ১৪টি পুরসভার ৩২জন কাউন্সিলরকে খুব শীঘ্রই ডাকতে চলেছে CBI।

আরও পড়ুন ২৫টি আদিবাসী সংগঠনের ডাকে বাংলা বনধ, নাকাল জনতা

নিয়োগ দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী অয়ন শীলের সংস্থার হাতেই ছিল পুরসভায় নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের দায়িত্ব। তাঁরাই পরীক্ষা নিয়েছে, পরীক্ষার ফল বার করেছে, সফল প্রার্থীদের তালিকা পুরসভার হাতে তুলে দিয়েছে। পুরসভা শুধু নিয়োগ করেছে। কিন্তু সেই অয়ন শীলের বাড়িতেই মিলেছিল পুরনিয়োগের OMR Sheet ও অসংখ্য প্রার্থীদের নাম। সেই সূত্রেই সামনে আসে পুরনিয়োগের দুর্নীতির ঘটনা। অভিযোগ, অয়নের সংস্থা OMR Sheet-এ কারচুপি করে অযোগ্যদের পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি CBI এটাও জানতে পেরেছে যে এই নিয়োগ দুর্নীতির ঘটনায় শুধু অয়ন শীলই নয়, জড়িয়ে রয়েছে একাধিক পুরসভার কাউন্সিলার এবং পুর পারিষদ সদস্যও। রাজ্যের বিভিন্ন পুরসভায় বিভিন্ন কাজে অয়নের সংস্থার একতরফা ভাবে টেন্ডার পাওয়ার ঘটনাও যেমন CBI’র নজরে পড়েছে তেমনি তাঁদের নজরে পড়েছে অয়ন শীলের ঘনিষ্ঠদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টিও। বিভিন্ন পুরসভায় অয়নের সংস্থা লোক নিয়োগের টেন্ডার পাওয়ার ঠিক পরে এঁদের অনেকেরই অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ আচমকা বেড়ে গিয়েছিল।

আরও পড়ুন সরকারি হাসপাতাল থেকে ওষুধ দেওয়া নিয়ে কড়া নির্দেশ

গতকাল CBI দমদম, উত্তর ও দক্ষিণ দমদম, টাকি, নিউ বারাকপুর, পানিহাটি, টিটাগড়, হালিশহর, বরানগর, কৃষ্ণনগর, শান্তিপুর সহ মোট ১৪টি পুরসভায় তল্লাশি অভিযান চালায়। ওই সব পুরসভার মোট ৩২জন তৃণমূল কাউন্সিলর এখন CBI আধিকারিকদের নজরে চলে এসেছেন। কেননা এদের আয়, সম্পত্তি বৃদ্ধির বিষয়টি যেমন ‘অস্বাভাবিক’ লাগছে তদন্তকারীদের তেমনি এদের বিদেশ যাত্রার অর্থের উৎস কী সেটাও জানতে চান CBI আধিকারিকেরা। এই সম্পত্তি বৃদ্ধির কারিগররা প্রত্যেকেই সংশ্লিষ্ট পুরসভার হোমরা-চোমরা। ফলে কোনও ভাবে টেন্ডার পাওয়ার ভেট অয়নকে এদের ঘরে পৌঁছে দিতে হতো কি না, সেই সম্পর্কেও হদিশ শুরু হয়েছে। বিভিন্ন পুরসভার নিয়োগের টেন্ডার এক নাগাড়ে পেয়েছেন অয়নই। এ ভাবে বিভিন্ন পুরসভার নিয়োগের দায়িত্ব কেবল একজনের সংস্থা কীভাবে পেল তা যেমন অস্বাভাবিক, তেমনই দেখা যাচ্ছে সংশ্লিষ্ট পুরসভার যে কর্তাদের সঙ্গে অয়নের যোগাযোগ ছিল তাঁরাও টেন্ডার প্রাপ্তির পর থেকে রাতারাতি বড়লোক হয়ে গিয়েছেন। এদের অনেকে ফ্ল্যাট কিনেছেন, কেউ জমি, কেউ দামি গাড়ি, আবার কেউ কেউ বিলাস-বহুল ভ্রমণেও গিয়েছিলেন। তাহলে কি অয়নকে টেন্ডার পাইয়ে দিয়েই এই লক্ষ্মী-লাভ হয়েছিল? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে CBI।

আরও পড়ুন কোলাঘাটে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪০০, ফিরল স্মৃতি

কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছে, গোটা প্রক্রিয়ায় জড়িত রয়েছেন কয়েকজন সরকারি আমলা ও পদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বও। এরকম একজন আমলার মাধ্যমেই পুরসভায় নিয়োগ প্রক্রিয়া পরিচালনার বরাত পান অয়ন। প্রার্থীদের টাকা এজেন্ট মারফত জমা পড়ত অয়নের কাছে। তাঁর হাত ঘুরে নির্দিষ্ট মাসোহারা পৌঁছে যেত বিভিন্ন পুরসভার আধিকারিক ও চেয়ারম্যানের কাছে। পরবর্তী সময়ে ED’র আর্জির ভিত্তিতে সিবিআই এক্ষেত্রে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। ২০১৪ সাল থেকে এই পুর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কারবার চলছে। রাজ্যের মোট ৬০টি পুরসভায় এমন ঘটনা ঘটেছে।  যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। এসব অযোগ্য প্রার্থীর তালিকা প্রথমে এসেছে পুরসভার চেয়ারম্যানদের কাছে। তারপর তা গিয়েছে অয়নের হাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর