এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৫টি আদিবাসী সংগঠনের ডাকে বাংলা বনধ, নাকাল জনতা

নিজস্ব প্রতিনিধি: আদিবাসীদের স্বীকৃতিদান ঠেকিয়ে রাখতে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এদিন অর্থাৎ বৃহস্পতিবার ১২ ঘন্টার বাংলা বনধের(Bangla Bandh) ডাক দিয়েছে ২৫টি আদিবাসী সংগঠন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় রাস্তায় অবরোধ চলবে বলেও জানিয়েছে তাঁরা। আর সেই সব অবরোধ এদিন সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের একের পর এক জেলায়। আর তার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন আমজনতা(Common People)। তার থেকেও বড় বিষয় এই বনধ আর অবরোধের পিছনে যে গেরুয়া যোগ রয়েছে তাও সামনে চলে এসেছে। কেননা যারা বনধ ডেকেছে তাঁরা ট্রেন চলাচলে ছাড় দিয়েছে। মানে কেন্দ্রের অধীনে থাকা রেলের(Rail) চলাচলে ছাড়। অবরোধ রাজ্যের হাতে থাকা সড়কে।  

আরও পড়ুন CBI’র নজরে ১৪টি পুরসভার ৩২জন কাউন্সিলর, ডাক শীঘ্রই

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দুই দিনাজপুর জেলায় অবরোধ বিক্ষোভ শুরু হওয়ার পাশাপাশি বিক্ষোভ চলছে শিলিগুড়ি মহকুমা ও মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ৩টি ব্লকে। বিক্ষোভ অবরোধ হচ্ছে দক্ষিণবঙ্গেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বনধের প্রভাব পড়েছে। ওই সব এলাকায় এদিন সকাল থেকেই কোনও বেসরকারি বাস চলছে না। বন্ধ রাখা হয়েছে দোকানপাট ও বাজারহাটও। United Forum of all Tribal Organization’র কনভেনার বাবুদাস টুডু এদিনের বনধ প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের আন্দোলন নীতি, আদর্শের। অনৈতিকভাবে CRI রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের ST তালিকায় অন্তর্ভুক্তিকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধেই বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে।’ এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় দেখা গিয়েছে, সকাল থেকেই কোনও বেসরকারি বাস চলাচল করছে না ৷ শুনসান বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড চত্বর। বনধ সফল করতে বালুরঘাট হিলি মোড়, থানা মোড় সহ জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং শুরু হয়েছে। এ দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর সহ জেলা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন সরকারি হাসপাতাল থেকে ওষুধ দেওয়া নিয়ে কড়া নির্দেশ

আবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার হেভির মোড়, পুয়াবাগান মোড়, বাংলা জয়েন্ট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। এর জেরে সকাল ৬টা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক, ৬০এ জাতীয় সড়ক সহ জেলার প্রায় সমস্ত রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। তবে পূর্ব ঘোষণা মতো এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে রেল পরিষেবাকে। ছাড় দেওয়া হয়েছে দুধের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবাকে। বনধের প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। কাটোয়া শহরের প্রবেশ মুখেই জাজিগ্রামে আদিবাসী সংগঠন রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে রয়েছে কাটোয়া থানার পুলিশ। বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে আটকে দেওয়া হয়েছে সরকারি বাসকে। বাসটি বর্ধমান যাচ্ছিল। তার জেরে চরম সমস্যায় পড়েন যাত্রীরা।

আরও পড়ুন কোলাঘাটে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪০০, ফিরল স্মৃতি

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থরে থরে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন বাস। রাস্তায় নামেনি কোনও বাস। সেভাবে অনান্য কোনও গণপরিবহনও ব্যবস্থা চোখে পড়ছে না। বনধের জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই বনধের প্রভাব দেখা যাচ্ছে পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে। এ দিন মানবাজার সহ বেশ কয়েকটি জায়গায় সকাল থেকেই বনধ সফল করার লক্ষ্য নিয়ে পথে নামেন আদিবাসীরা। বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর