এই মুহূর্তে




ব্রিগেডে ইসকনের উল্টোরথের প্রস্তুতি দেখতে হাজির মুখ্যমন্ত্রী, করলেন আরতিও




নিজস্ব প্রতিনিধি :  রথযাত্রায় হাজির ছিলেন দিঘায় (Digha)। সেখানেই জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার সূচনা করেছিলেন। তাই এই বছর ইসকনের (ISKON) রথে হাজির থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। তাতে কী? উল্টোরথের আগেই কলকাতায় টিএআই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথের পরিদর্শনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

বৃহস্পতিবার, বিকেলে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাজির হয়ে ইসকনের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন করেছেন। সেই সঙ্গে আরতিতেও অংশগ্রহণ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) ইসকনের তরফে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য।

এদিন তিনি বলেছেন, তিনি সোজা রথে আসতে পারেননি। দিঘায় উপস্থিত ছিলেন। জগন্নাথদেবের কাছে তিনি প্রার্থনা করেছেন, জগন্নাথদেব সবাইকে শান্তি দিক। স্বস্তি দিক। এই জগতকে রক্ষা করুন। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনিও জগন্নাথ দেবের আরতি করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনিও জগন্নাথ দেবের আরতি করেন।

সোনার ঝাড়ুতে ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর। পুজো আরতির পর এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের সামনে সেই আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের পরেই রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে দিঘার রথের রশিতে টান।

দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবারই প্রথম রথযাত্রা হয়েছে সেখানে। এবার সেখানে উপস্থিত থাকার জন্য কলকাতা ইসকনের রথযাত্রায় হাজির থাকতে পারেননি। তাই উল্টোরথের পরিদর্শনে এসেছেন মুখ্যমন্ত্রী। ইসকনের জগন্নাথদেব, বলরাম, শুভদ্রার আরতিও সারেন। উল্টো রথে কলকাতায় থাকছেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন ইসকনের রথযাত্রায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ