এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা CISF জওয়ানের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) গুলি চালানোর(Firing) ঘটনায় শোরগোল পড়ে গেল যাত্রী থেকে আধিকারিকদের মধ্যে। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ প্রতিদিনের মতো কলকাতা বিমানবন্দরের বিভিন্ন গেটে বিমান ধরার জন্য যখন যাত্রীরা আসতে শুরু করে দিয়েছেন, ঠিক তখনই বিমানবন্দরের মূল টার্মিনালে ঢোকার ৫ নম্বর গেটের পাশে থাকা ওয়াচ টাওয়ার থেকে গুলি চলার শব্দ পাওয়া যায়। বিমানবন্দরের কর্তব্যরত CISF জওয়ানরা মুহুর্তের মধ্যে সেখানে গিয়ে দেখেন সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন তাঁদের এক সহকর্মী সি বিষ্ণু(২৫)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি নিজে তাঁর রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী(Jawan Attempt to Suiside) হতে চেয়েছিলেন। সার্ভিস রাইফেল থেকে নিজের থুতনির নীচে গুলি করেছিলেন তিনি।

জানা গিয়েছে, ওই জওয়ানের বাড়ি তেলেঙ্গানায়। তাঁকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তা৬র গলায় বুলেট বিঁধে আছে বলে জানা গিয়েছে। তবে তিনি এখনও জীবিত আছেন বলেই জানা গিয়েছে। ঘটনার পর এদিন জোর চাঞ্চল্য ছড়ায় কলকাতা বিমানবন্দরে চত্বরে। ঘটনাস্থলে CISF’র উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ পৌঁছন। তবে কী কারণে ওই জওয়ান আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ২০২২ সাল থেকে CISF বাহিনীতে কর্মরত ছিলেন সি বিষ্ণু। ইতিমধ্যেই তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরে যাত্রীদের মধ্যে কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যদিও সকাল ৭টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনার জেরে বিমান চলাচলের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। সমস্ত বিমানই নিয়মিত ভাবেই চলছে।

জানা গিয়েছে, ওই জওয়ানের কাছে থাকা ইনসাস রাইফেল থেকেই গুলি চলেছে। সেই রাইফেলটিও উদ্ধার করা হয়েছে। এখন ওই জওয়াম আশঙ্কাজনক অবস্থায় চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই ওই জওয়ানের আত্মহত্যার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং CISF আধিকারিকেরা পৃথক ভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় CISF জওয়ানেরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে বিষ্ণুর মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কি না, কিংবা অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর