এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কোথাও কোনও মাওবাদী নেই, সব নাটক! দিলীপ উবাচে অস্বস্তিতে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: এতদিন যে কথা রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসন বলে আসছিল এবার সেটাই শোনা গেল দিলীপ ঘোষের(Dilip Ghosh) মুখে। কার্যত সুরে সুর মিলে গেল উভয় তরফে। আর তার জেরেই কার্যত মুখ পুড়ছে বঙ্গ বিজেপির। সেই সঙ্গে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(BJP) সভাপতিরও। কেননা তিনি রাজ্য সরকারের সঙ্গে একমত নন। আর তার জেরেই এবারও প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতার মতপার্থক্য। দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) সেই মতভেদ কিন্তু রাজ্যের শাসক দলের অবস্থানকেই সুদৃঢ় করল। নেপথ্যে জঙ্গলমহলে(Junglemahal) মাওবাদীদের উপস্থিতি ও কার্যকলাপ।

শনি সন্ধ্যায় দিলীপের সংসদীয় এলাকায় থাকা মেদিনীপুর শহরে দলের এক কর্মসূচীতে যোগ দিতে যান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি জঙ্গলমহলে মাওবাদীদের(Maoists) উপস্থিতি ও কার্যকলাপের কথা স্বীকার করে জানান, ‘পশ্চিমবঙ্গে অনুন্নয়ন, কর্মসংস্থানহীনতা যত দিন যাচ্ছে বাড়ছে ততই রাজ্যে মাওবাদীদের সমস্যা বাড়ছে। যত অনুন্নয়ন কর্মসংস্থানহীনতা বাড়বে তত এই ধরনের সমস্যা বাড়বে। জঙ্গলমহলে অনুন্নয়ন আর কর্মসংস্থানহীনতাই সেফ প্যাসেজ করে দিচ্ছে মাওবাদীদের। এই সমস্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট প্রস্তুত নয়। রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এর আগে ১৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় মোতায়েন ছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে তা ফেরত পাঠিয়ে দিয়েছে।’ কিন্তু সুকান্তের এই অবস্থান রবি সকালেই নিজ বক্তব্য দিয়ে খন্ডন করে দিলেন দিলীপ ঘোষ আর সেটাও মেদিনীপুর টাউন থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা রাজ্যের রেলশহর খড়গপুরে দাঁড়িয়ে। এদিন সকালে এক চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানান, ‘কোথাও কোনও মাওবাদী নেই, সব নাটক! পুরো এলাকা ঠান্ডা। কেন্দ্রীয় সরকারের পয়সা নেওয়ার জন্য নাটক করে মানুষকে ভয় দেখানো হচ্ছে।’

ঘটনা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে জঙ্গলমহলে তো বটেই, গোটা রাজ্যে মাওবাদী বলে কিছু নেই। কিছু রাজনৈতিক দল রাজ্যের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য চক্রান্ত করে মাওবাদীদের নাম করে যত্রতত্র পোস্টার ছড়িয়ে বেড়াচ্ছে, মানুষকে হুমকি ধমকি দিচ্ছে। রাজ্য পুলিশ প্রশাসনেরও সেই একই দাবি। এই অবস্থায় দিলীপের এদিনের মন্তব্য রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসনের হাতই কার্যত শক্ত করল। আর তাতেই কার্যত চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা সুকান্তের অভিমত সম্পূর্ণ ভাবে খণ্ডিত হ্যেছে দিলীপের বক্তব্যে। দলের বর্তমান রাজ্য সভাপতির মতকেই কার্যত খারিজ করে দিয়েছেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি। আর তাই মুখ পুড়ছে সুকান্তেরও। এই অবস্থায় তৃণমূলের(TMC) তরফে এদিন বিধায়ক অজিত মাইতি(Ajit Maiti) জানিয়েছেন, ‘জঙ্গলমহল নিয়ে বিজেপি মিথ্যাচার করছে। সুকান্ত দিলীপের দু’রকম কথাতেই তা পরিষ্কার। আসল নাটক করছে বিজেপি। মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় তা নিয়ে আগে শিক্ষা নেওয়া উচিত বিজেপি-র।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর