এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোর মুখে নিপাকে ঘিরে উদ্বেগ বাংলার স্বাস্থ্যমহলে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কোভিডের(Covid) পথ ধরেই কী বাংলা(Bengal) ও ভারত(India) দখলের পথ নিয়েছে নিপা ভাইরাস(Nipah Virus)? এই প্রশ্নটাই এখন ক্রমশ উদ্বেগ ছড়িয়ে দিচ্ছে বাংলার স্বাস্থ্যমহলে। উদ্বেগ চিকিৎসক থেকে প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রশাসকেরাও। কেননা, কোভিডের থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস। কেননা কোভিডের থেকেও এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। অন্তত এমনটাই দাবি Indian Council of Medical Research বা ICMR’র। ওই সংস্থার Director General রাজীব বাহল এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। আর তার জেরেই বাংলার বুকে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব জানিয়েছেন, কোভিডে মৃত্যুর হার যেখানে ২-৩ শতাংশ ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। দেশের মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র কেরলেই এই ভাইরাসের সন্ধান মিলেছে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত ৬জনের মধ্যে ২ জনের মৃত্যুও হয়েছে। আর তাই এই ভাইরাসকে ঘিরে আতঙ্ক বাড়ছে দেশজুড়েই। কেরলে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশ কিছু স্কুল ছুটির ঘোষণাও করে দিয়েছে। ভুললে চলবে না এই কেরলের মাটিতেই প্রথম কোভিড ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল। তারপর তা ছড়িয়ে পড়েছিল সারা দেশজুড়ে। নেমে এসেছিল লকডাউন ও মৃত্যুর তাণ্ডবলীলা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাস দ্রুত এক রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে কেরলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, এই ভাইরাসে আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এখন নিপা ভাইরাস মোকাবিলায় দেশে যে পরিমাণ মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে তাতে বড়জোর ১০ জন রোগীর চিকিৎসা হতে পারে। তাই কেন্দ্রের তরফে অস্ট্রেলিয়া থেকে আরও ২০টি ডোজ আনা হচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে পরেই এই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা প্রয়োজন। তা না হলে বিশেষ কোনও ফল মেলে না। কিন্তু যদি কোভিডের মতোই এই ভাইরাস আবারও দেশজুড়ে কোটি কোটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তখন কী হবে? এই প্রশ্নের উত্তরটাই এখন ভাবাচ্ছে সবাইকে। এদিকে বাংলায় এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে উৎসবের মরশুম(Festive Season)। যদিও বাংলায় বা কেরলের বাইরে ভিন রাজ্যে এখনও নিপার উপস্থিতির সন্ধান মেলেনি। কিন্তু আসতে কতক্ষণ! সে তো যে কোনও মুহুর্তে যে কোনও মানুষের শরীরে বাসা বেঁধে বাংলায় এসে হাজির হতে পারে। তখন কী হবে? তাহলে কী আবারও লকডাউন?

নবান্নের আধিকারিকদের দাবি, এখনই এতটা উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দফতর। যদি কোভিডের মতোই পরিস্থিতি তৈরি হয় তাহলে কেন্দ্র সরকারই এই বিষয়ে পদক্ষেপ করবে। রাজ্য সরকার তার বিরুদ্ধে যাবে না। তবে চিকিৎসক মহলের পরামর্শ, উৎসবের ভিড়ে নামার আগে মুখে মাস্ক আর স্যানিটাইজারের ব্যবহার দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। কিছুদিন আগেই রাজ্যে কোভিডবিধি প্রত্যাহার হয়েছে। কিন্তু নিপার থেকে বাঁচতে মাস্কের ব্যবহার দ্রুত ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে চিকিৎসক মহল। স্যানিটাইজারের ব্যবহার যতটা সম্ভব বাড়ানোর পরামর্শও দিচ্ছেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর