এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিল্লির জাহাঙ্গিরপুরীতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের রাজনীতিতে এখন মোদির বিরুদ্ধে প্রধান মুখ হিসাবে উঠে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ক্রমশ জাতীয় স্তরের রাজনীতিতে তাঁর গুরুত্ব এখন যেমন ক্রমশ বেড়ে চলেছে তেমনি দেশের আমজনতার মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও বেড়ে চলেছে। এই অবস্থায় দিল্লির(Delhi) জাহাঙ্গিরপুরীতে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি(Fact Finding Commety) পাঠাচ্ছেন মমতা। ওই প্রতিনিধিদলে থাকছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ও বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ওই প্রতিনিধি দলে থাকছেন বালুরঘাটের প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষও। এদিনই তাঁরা দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে। যদিও দিল্লি পুলিশ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁদের আদৌ মূল ঘটনাস্থলে যেতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

পশ্চিমবঙ্গে এখন যে কোনও ঘটনা ঘটলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে। ওই কমিটির প্রতিনিধিরা বাংলার নির্দিষ্ট একটি এলাকায় গিয়েছে ঘটনার শিকার হওয়া মানুষজনদের সঙ্গে কথা বলে দিল্লিতে ফিরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির(BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট দিচ্ছেন। এবার বিজেপিকে পাল্টা চাপে রাখতে দিল্লির জাহাঙ্গিরপুরীতে(Jahangirpuri) পাল্টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। সন্দেহ নেই এতে কিছুটা হলেও চাপে পড়বে কেন্দ্রের শাসক দল। উল্লেখ্য, গত শনিবার হনুমান জয়ন্তীর দিন জাহাঙ্গিরপুরীতে একটি শোভাযাত্রা বেড়িয়েছিল। সেই শোভাযাত্রায় পাথর ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। গুলি চালানোরও চেষ্টা হয়! এরপর দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজ পুলিসকর্মী। এলাকায় নামানো হয় র‍্যাফ।

সেই ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে আবার বেশ কয়েকজন বাঙালি এবং এই রাজ্যেরই বাসিন্দা। ঘটনার মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে মহম্মদ আনসারের নাম, যার বাড়ি হলদিয়ায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করতে এ রাজ্যে চলে এসেছে দিল্লির পুলিশের একটি টিম। বুধবার তাঁরা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল, সুতাহাটা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালান। তৃণমূলের(TMC) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এদিনই দিল্লি গেলেও তাঁরা জাহাঙ্গিরপুরীতে যাবেন আগামিকাল। সেই এলেকা পরিদর্শন করে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা রিপোর্ট তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর