এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কোভিডের চতুর্থ ঢেউয়ের মুখে বাংলা, কড়া সতর্কতা কলকাতায়

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু চিকিৎসক(Doctors) থেকে বিশেষজ্ঞদের অভিমত বাংলায়(Bengal) কোভিডের(Covid) চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে। তবে এই ঢেউ আগের মতো খুব একটা ক্ষতিকর হবে না। কিন্তু এই ঢেউকে খুব হালকা ভাবেও যেন কেউ না নেয়। মাস্ক(Mask) ব্যবহার করার পাশাপাশি শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে সবাইকে। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর জোর দিতে হবে। আর যেহেতু আগের ৩টি দফার মতো এবারেও কলকাতা(Kolkata) কার্যত শীর্ষে থাকছে কোভিড সংক্রমণের দিক থেকে তাই কলকাতার ক্ষেত্রে বেশ কিছু কড়া বিধিনিষেধও আরোপিত হয়েছে। শহরের লেক মার্কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে বোর্ড, ‘নো মাস্ক, নো এন্ট্রি’।

জানা গিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউয়ের ধাক্কা কমে আসার পর থেকেই বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। মানছেন না কোনও শারীরিক দূরত্ববিধি। ব্যবহার করছেন না হ্যান্ড স্যানিটাইজারও। আর তার জেরেই কলকাতা সহ দুই ২৪ পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড। তাই চতুর্থ ঢেউয়ের শুরুর মুখেই কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় কিছু কড়া পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে প্রশাসন। মাস্ক ছাড়া রাস্তায় বার হলে জরিমানা করা শুরু করা হয়েছে কিছু এলাকায়, এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। লেক মার্কেটের ‘নো মাস্ক, নো এন্ট্রি’ সেই সূত্রেই দেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইতিমধ্যেই দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ। তবে, আশার কথা, আগের মতো আর ততটা প্রাণঘাতী হবে না এই ভাইরাস। কিন্তু সাবধানের মার নেই। তাই অবশ্যই কোভিডবিধি মেনেই সবাইকে চলতে হবে।

গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় সংক্রমণ ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে। তার জেরে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে আমজনতার মহলে। যদিও চিকিৎসকদের দাবি, কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্কের কিছু নেই। কোভিড এবার নিমুনিয়া জ্বরের মতো আমাদের সঙ্গী হয়ে যাবে। এখন তাঁরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাঁরা মূলত ভ্যাকসিন নেননি। ভাইরাস তার চরিত্র বদল করছে। তার জেরে আবার দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিচ্ছেন তাঁরাও কোভিডে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখন প্রাণহানীর সম্ভাবনা কম। জ্বর ও ঠান্ডা লাগার অনুভূতি, গন্ধ ও স্বাদ হ্রাস পাওয়ার সমস্যা আসছে এবারের সংক্রমণেও। তবে ওমিক্রনিক ওয়েভে স্বাদ-গন্ধের অনুভূতি খুব একটা যায়নি। তাই যদি দেখেন শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেশী বা শরীরে নানা জায়গায় ব্যথা বেশ ভোগাচ্ছে, কিংবা গলা ব্যথা, বমি বমি ভাব হওয়া, ডায়রিয়া্র মতো ঘটনা ঘটেছে তাহলে অবশ্যই কোভিডটেস্ট করাতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর