এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শাহি সাক্ষাৎ রাজ্যপালের, তৃণমূলের দাবিদাওয়া নিয়ে আলোচনা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিকেল ৪টেয় কলকাতার রাজভবনে(Raj Bhawan Kolkata) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(Governor C V Anand Bose) সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। বৈঠকে রাজ্যপালের আশ্বাসে ধর্না অবস্থান তুলে নিয়েছে তৃণমূল(TMC)। আবার সোম রাতেই দিল্লিতে চলে আসেন রাজ্যপাল। এদিন তিনিই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে। সূত্রের দাবি, তৃণমূল প্রতিনিধি দলের দাবিদাওয়া নিয়েই রাজ্যপাল কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। বরঞ্চ এদিন সন্ধ্যাতেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল।

গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নেতৃত্বাদীন প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সেই বৈঠক সেরে রাজভবন থেকে বেড়িয়ে অভিষেক জানিয়েছিলেন, ‘রাজ্যপাল কথা দিয়েছেন, দু’সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। আমি যত দূর শুনেছি, দিল্লি যাচ্ছেন তিনি। আশা করছি, এর বিহিত উনি করবেন। ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের সদুত্তর না পেলে ১ নভেম্বর থেকে ফের কর্মসূচি শুরু হবে। ১ নভেম্বর যখন রাস্তায় নামব, তখন অভিষেকের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে। ৫০ হাজার মানুষ হাঁটবেন, সামনে থাকবেন মমতা।’ অভিষেকের সেই বার্তার পরে পরেই এদিন সকাল ১১টা নাগাদ দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে যান রাজ্যপাল। বেলা ১২টা নাগাদ তিনি বেড়িয়ে আসেন। ১ ঘন্টা ধরে রাজ্যপাল ও অমিত শাহের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা অবশ্য কেউই জানাননি।

রাজ্য রাজনীতির অভিজ্ঞদের দাবি, যে হেতু তৃণমূল নেতৃত্ব দাবিপূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তাই রাজ্যপালকে এ ক্ষেত্রে কিছুটা বাড়তি উদ্যোগ দেখাতেই হত। তাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। সেই পর্যায়েই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আগামী কয়েক দিনে হয়তো পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল নেতৃত্বের দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হতে পারে রাজ্যপালের। অনেকে আবার মনে করছেন, রাজ্যের আইনশৃঙ্খলা জনিত বিষয় নিয়েও রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়ে থাকতে পারে। লোকসভা নির্বাচনের আগে বাংলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতেই পারে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢোকঢোল পেটানোই সার! প্রকাশ করা হল না রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ

মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে কাটল জট, কল্যাণ চৌবের মামলা প্রত্যাহারে অনুমতি হাইকোর্টের

‘বিচারব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছে বলে দেশটা বেঁচে রয়েছে’

দুপরেই আকাশ কালো করে কলকাতায় শিলা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

ভোট প্রচারে বুথ স্তরে টাকা পাঠাচ্ছে না বিজেপি নেতৃত্ব, ক্ষুব্ধ কর্মীরা

সন্দেশখালি ইস্যু ব্যুমেরাং, মানছেন বাংলার পদ্মনেতারাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর