এই মুহূর্তে




সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ট্রেনিং দেবে কলকাতা পুলিশ

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের(Private Security Guards) ট্রেনিং(Training) দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ(Kolkata Police)। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) জেরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(সদর) মিরাজ খালিদ কলকাতার সব থানার ওসি, ডিসি এবং যুগ্ম কমিশনারদের এক লিখিত নির্দেশিকায় জানিয়েছেন, কলকাতার সব মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ধাপে ধাপে ট্রেনিং দেবে কলকাতা পুলিশ। আপাতত ঠিক হয়েছে, প্রথম পর্যায়ে তাঁদের ৩ দিনের ট্রেনিং দেওয়া হবে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-৫ অশেষ বিশ্বাস, যুগ্ম কমিশনার(ট্রেনিং) মেহমুদ আখতার এবং যুগ্ম কমিশনার(সংগঠন) অজয় প্রসাদ এই ট্রেনিংয়ের ‘মডিউল’(Module) তৈরির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন, পুজোর পরই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা

মিরাজ খালিদের দেওয়া নির্দেশিকায় কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসিদের বলা হয়েছে, তাঁরা নিজের নিজের ডিভিশনের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নামের তালিকা তৈরি করে পাঠাবেন। পাশাপাশি, কবে কোথায় কোন ব্যাচের ট্রেনিং হবে, তা নিশ্চিত করতে ডিভিশনের ডিসিরা যুগ্ম কমিশনার(ট্রেনিং) মেহমুদ আখতারের সঙ্গে সমন্বয় রেখে চলবেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানির সময় কলকাতা শহরের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। বিশেষ করে, বিচারপতিরা চুক্তিতে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীর দক্ষতা, সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরই কলকাতা পুলিশের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।   

আরও পড়ুন, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

রাজ্য পুলিশের এলাকায় সমস্ত সরকারি হাসপাতালে পুলিস ফাঁড়ি নেই। কিন্তু কলকাতা শহরের মেডিকেল কলেজগুলির মাথায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার(ডিএসপি) পদমর্যাদার ও সরকারি হাসপাতালে ইনসপেক্টর পদমর্যদার অফিসারের নেতৃত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে। এমনকী যে আর জি কর নিয়ে এত বিতর্ক, সেখানেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার(ডিএসপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। সাম্প্রতিক অতীতে কলকাতার মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর পর কয়েকটি তাণ্ডবের ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছিল। এবার শহরের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকবে কলকাতা পুলিশের ট্রেনিং দেওয়া বেসরকারি নিরাপত্তারক্ষীরা।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি

পুজোর উদ্বোধনে গিয়ে ক্যানভাসে ছবি আঁকলেন মমতা

মমতার লড়াইয়ের ফল, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল মোদি সরকার

আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে এবার গ্রেফতার আশিস পান্ডে

পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তারেরা, পরামর্শ সিনিয়রদের

মাত্র হাজার টাকার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর