এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুর্ঘটনায় মৃত Sales Executive, ৯০ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ লোক আদালতের

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্ত বাঙালির জীবনে বড়সড় জয়, একই সঙ্গে বড় নজীর। পাশাপাশি আস্থা বাড়ল লোক আদালতের(Lok Adalat) ওপরেও। পাশে আর কেউ না থাক আদালত থাকবে। বিচার মিলবে। একটি নামী ওষুধ সংস্থায় কর্মরত এক Sales Executive’র আকস্মিক মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাঁর পরিবারের ওপর। কীভাবে জীবন চলবে সেটা ভেবেই আকূল পাথারে পড়েছিলেন তাঁরা। যে সংস্থায় তিনি কর্মরত ছিলেন সেখানে থেকে তাঁর পরিবার কোনও ক্ষতিপূরণ পায়নি। প্রশাসনের দিক থেকেও কোনও ক্ষতিপূরণ মেলেনি। কিন্তু হাল ছেড়ে দেননি ওই Sales Executive’র মা। ছেলের বউ ও নাতনির মুখ চেয়ে তিনি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠোকেন আদালতে। কেননা তাঁর ছেলে মারা গিয়েছিল দুর্ঘটনায়(Accidental Death)। বাইকে করে অফিসে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। সেই ঘাতক লরির পিছনের চাকা পিষে দিয়ে চলে যায় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। দীর্ঘদিন সেই মামলা চলছিল আসানসোল জেলা আদালতে(Asansol District Court)। শেষে গত সপ্তাহে লোক আদালতে মামলাটি ওঠে ও বিচারক নির্দেশ দেন ওই পরিবারকে ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ দেবে ঘাতক লরির মালিক এবং লরির Insurance সংস্থা(Insurance Company)। 

আরও পড়ুন Solar Pump বসাতে চাষিদের আর্থিক সহায়তা দেবে রাজ্য

জানা গিয়েছে, ২০১৭ সালে আসানসোলের বাসিন্দা বাবলু আচার্য বাইক নিয়ে তাঁর কর্মস্থল দূর্গাপুরে যাচ্ছিলেন। ফরিদপুরের কাছে ২ নম্বর জাতীয় সড়কের ওপরে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। মৃত্যুর সময় বাবলুবাবুর বেতন ছিল মাসে ৭০ হাজার টাকা। তাঁর মৃত্যুর পর সেই বেতন বন্ধ হয়ে যায়। অথচ বাড়িতে তখন তাঁর ওপর নির্ভরশীল ছিলেন ৩জন। বাবলুবাবুর মা রীতা আচার্য, তাঁর স্ত্রী শুধা আচার্য এবং বাবলুবাবুর মাত্র ৩ মাসের মেয়ে শুভাঙ্গী আচার্য। এদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। কীভাবে সংসার চলবে, শুভাঙ্গীকে কীভাবে বড় করা হবে সেসব ভেবেই কার্যত পাগল হওয়ার দশা হয় তাঁদের। এই অবস্থায় ছেলের বউ ও নাতনির মুখের দিকে তাকিয়ে রীতাদেবী ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠোকেন আসানসোল জেলা আদালতে। তারপর থেকেই সেই মামলা চলছিল ADG-4rth Court-এ। গত সপ্তাহে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি লোকপাল আদালত বসিয়ে ৭টি বেঞ্চে জেলার মোট ৪ হাজার ৬৩টি মামলার নিষ্পত্তি করায়। তার মধ্যে বাবলুবাবুর মামলাটিও ছিল। বেঞ্চ নির্দেশ দেয়, লরির মালিক এবং লরির Insurance সংস্থা বাবলুবাবুর পরিবারকে মোট ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। তাঁর মা, স্ত্রী ও মেয়ের নাম ৩০ লক্ষ টাকা করে সেই ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন মোদি-মমতার বাংলায় বার্ধক্য-বিধবা ২ ভাতার আওতায় ১৬ লক্ষ মানুষ

লোক আদালতের নির্দেশে কার্যত বাবলুবাবুর পরিবারই যে শুধুমাত্র উপকৃত হল তাই নয়। এই রায়কে হাতিয়ার করে আগামী দিনে এই বাংলার(Bengal) লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। কেননা রাজ্যে এখন নিত্যদিন দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মৃত ব্যক্তি বা মহিলা কিংবা কিশোর-কিশোরী বা শিশুর কোনও দোষই নেই। সেই সব মৃত্যু একটি পরিবারকে চরম কষ্টের মুখে ঠেলে দেয়। শুধু যে মানসিক কষ্ট ধেয়ে আসে তাই নয়, আর্থিক অনটনও ধেয়ে আসে। অনেক সময় কোনও ক্ষতিপূরণও মেলে না। বিমা থাকলেও তার টাকা পেতে হাজারো সমস্যার মুখে পড়তে হয়। এই অবস্থায় বাবলুবাবুর মামলার রায়কে হাতিয়ার করে বাংলার মানুষ আগামী দিনে ক্ষতিপূরণের দাবিতে আদালতে মামলা দায়ের করতে পারবেন। দুঃখকষ্টে অন্তত দেওয়ালে মাথা কুটে মরতে হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

নবান্ন-রাজভবন- জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার 

সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর