এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাবা-মা নেই তো কী হয়েছে, মাহজুবার পাশে আছে মমতার ‘রূপশ্রী’

নিজস্ব প্রতিনিধি: কোভিড(Covid) কেড়ে নিয়েছে বাবা-মাকে। তাও মাত্র ৮ মাসের ব্যবধানে। প্রথমে বাবা, তার ৮ মাস বাদে মা। তার জেরেই মাথায় আকাশ ভেঙে পড়েছিল ২৪ বছরের মাহজুবা তাবাসসুমের(Mahajuba Tabassum)। নিজের বলতে ছিল একমাত্র তাঁর দিদি। কিন্তু তাঁরও বিয়ে হয়ে গিয়েছে আগেই। বাড়িতে তাই একাই হয়ে পড়েন মাহজুবা। কোনওরকমে গৃহশিক্ষকতা করে দিন কাটছিল তাঁর। এহেন কন্যাকে একা ফেলে রাখতেও চাইছিলেন না প্রতিবেশী ও আত্মীয়রা। তাই তাঁরাই পাত্র দেখেন মাহজুবার জন্য। বিয়ে ঠিক হয়ে গেলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিয়ের খরচাপাতি। সেই সমস্যার সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘রূপশ্রী’(Rupasree) প্রকল্প। রাতারাতি আবেদন ও পরিস্থিতির গুরুত্ব বুঝে ২৫ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে মাহজুবাকে। সেই টাকাতেই আগামী ৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মাহজুবা। আর এই ঘটনা আবারও বলে দিচ্ছে মমতার এই প্রকল্প বাংলার মেয়েদের জীবনে ঠিক কতটা বিপ্লব এনে দিয়েছে।

আরও পড়ুন ক্যানসার চিহ্নিতকরণে ‘ক্যানসার হাব’ তৈরি করছে রাজ্য

জানা গিয়েছে, মাহজুবার বাড়ি বিধাননগর পুরনিগমের(Bidhannagar Municipal Corporation) ১৩ নম্বর ওয়ার্ডে। কিছুদিন আগেই তিনি বিধাননগর পুর নিগমে যান রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য। সঙ্গে নিয়ে যান বিয়ের কার্ড, বাবা-মায়ের ডেথ সার্টিফিকেট ও ইনকাম সার্টিফিকেট। আবেদনের সঙ্গে ওই সব নথিও জমা দেন মাহজুবা। হাতে যে সময় খুব কম সেটা বুঝে সেদিনই মাহ জুবার সঙ্গে তাঁর বাড়িতে চলে যান পুরনিগমের আধিকারিকেরা। দেখে নেন মাহজুবার বাড়ি। কথা বলেন তাঁরা মাহজুবার প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গেও। এরপরের দিনই স্পেশ্যাল কেস হিসাবে মঞ্জুর হয়ে যায় মাহজুবার আবেদন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মাহজুবাকে ডেকে ‘রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা তুলে দেন পুরনিগমের আধিকারিকেরা। এই বিষয়ে বিধাননগর পুরনিগমে রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা অংশুমান শর জানিয়েছেন, ‘২০২০ সালের জুন মাসে মাহজুবার বাবা কোভিডে মারা যান। ২০২১ সালে কোভিড কেড়ে নেয় মাহজুবার মাকেও। ওই তরুণী একাই থাকেন। তিনি স্নাতক। ওর দিদির বিয়ে হয়ে গিয়েছে আগেই। আমরা স্পেশ্যাল কেস হিসাবে এটাকে নবান্নে পাঠিয়েছিলাম। মানবিক দিক থেকেই দ্রুত বিষয়টি দেখা হয়েছে।’

আরও পড়ুন ৫০০ কোটির নয়া সেতু বর্ধমানে, লাভবান হবে ৩ জেলা

উল্লেখ্য, মেয়ের বিয়ে দিতে গিয়ে যাতে মা-বাবাকে অকূল পাথারে না পড়তে হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম উল্লেখযোগ্য এবং সফল প্রকল্পের নামই হল ‘রূপশ্রী’। ২০১৮-১৯ অর্থবর্ষে এই ‘রূপশ্রী’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত পরিবার আর্থিক ভাবে পিছিয়ে আছে, তারা যাতে নিজেদের বিবাহযোগ্য মেয়েকে নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন, সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই প্রকল্প। ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় মেয়ের বিয়ের সময়ে সরকার থেকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে যে সমস্ত বিয়ে হচ্ছে, সেই সমস্ত বিয়ের জন্য আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারের মেয়েরা এই ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে পাচ্ছেন। একই সঙ্গে এই প্রকল্প গ্রাম বাংলার দিকে বাল্য বিবাহ ঠেকাতেও অনেকাংশে সক্ষম হয়েছে। তবে যে কোনও পরিবারের মেয়েরা এই প্রকল্পের সুবিধা পান না।

আরও পড়ুন দেশজুড়ে বন্ধ অনলাইনে ওষুধ বিক্রি, নির্দেশ কেন্দ্রের

যে মেয়েটির জন্য ‘রূপশ্রী’র আবেদন করা হচ্ছে, তার ন্যূনতম বয়স যেমন ১৮ বছর হতে হবে তেমনি আবেদনপত্র জমা দেওয়ার সময়ে মেয়েটিকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অর্থাৎ আগে বিয়ে হয়ে গেছে এবং পরে ভাতার জন্য আবেদন করেছেন- এ রকম হলে বাতিল হয়ে যাবে আবেদনপত্র। যে মেয়ের বিয়ের জন্য ‘রূপশ্রী’ প্রকল্পে আবেদন, সেই প্রস্তাবিত বিয়েটি অবশ্যই প্রথম বিয়ে হতে হবে আবশ্যিক ভাবে। অর্থাৎ দরিদ্র পরিবার হওয়া সত্ত্বেও এক মেয়ের একাধিক বিয়ের ক্ষেত্রে ‘রূপশ্রী’ প্রকল্পের সুযোগ মিলবে না। আবেদনকারী মেয়েটি যেন অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মেয়েটির মা-বাবাকেও হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। মেয়েটির পারিবারিক আয় বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা বা তার কম হতে হবে এবং হয়, যে পাত্রের সঙ্গে মেয়েটির বিয়ে হচ্ছে, সেই পাত্রের ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে। আবেদনকারী মেয়েটির নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও আবশ্যিক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে ,পৌঁছে যাবে ৪০ ডিগ্রির ঘরে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে ফের নালিশ তৃণমূলের

একই দেহে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন করে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগের রিপোর্ট জমা পড়েছে নবান্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর