এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুলিশের সঙ্গে কানাকানি কথা বলতে দেখেছি! জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বক্তব্য রাখবেন এই কথা আগেই জানা গিয়েছিল। সেই মতো এদিন তিনি ভাষণ দিতেই আসেন। আর সেই ভাষণের মধ্যেই বিরোধী পক্ষকে তুমুল আক্রমণ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই উঠে আসে বাজেট অধিবেশন শুরুর দিনের বিজেপি-র বিধায়কদের বিক্ষোভের প্রসঙ্গ। তারপর একে একে ছুঁয়ে যান আনিস মৃত্যুর কাণ্ড থেকে সাম্প্রতিক কালে দুই কাউন্সিলর খুন হওয়ার প্রসঙ্গও। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের কাজকে দেশের সেরা কাজ হিসাবে তুলে ধরে তিনি তুলনা টানেন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গেও। মুখ্যমন্ত্রী ছুঁয়ে যান শীতলকুচির গুলি চালনার প্রসঙ্গ থেকে শুরু করে ডেউচা-পাঁচামী প্রসঙ্গও।

এদিন বিধানসভায়(State Legislative Assembly) মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করতে সিপিএম. কংগ্রেস ও বিজেপির আঁতাঁত হয়েছে। রাম-বাম-কংগ্রেস এক হয়েছে। আমরা যখন কাজ করতে চাই, কারখানা করতে চাই, দেউচা পাঁচামিতে বড় প্রকল্প গড়তে চাই তখন ওই তিন মূর্তি হোটেলে বসে মিটিং করে। ওরা কিছু করতে দেবে না। পরিষ্কার বলছি, ওসব করে লাভ হবে না। তৃণমূল সরকার ২০ বছর নয়, ৫০ বছর থাকবে। বিরোধীরা বিধানসভা নির্বাচনে ছাপ্পা ভোটের কথা বলছেন। উত্তরপ্রদেশে কী ভোট হয়েছে?  ওখানে তো ইভিএমে কারচুপি হয়েছে। ছাপ্পা ভোট হয়েছে। আমরা ইভিএমের ফরেনসিক তদন্ত দাবি করেছি। ওই অবস্থার মধ্যে সমাজবাদী পার্টির ৫৪টি আসন বেড়েছে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন। তখন টের পাবেন, সবাইকে নিয়ে না চললে কী হয়? বিজেপি কথায় কথায় সিবিআই, ইডির ভয় দেখায়। জাতীয় মানবাধিকার কমিশনের ভয় দেখায়। বিধানসভা ভোটের পর মানবাধিকার কমিশনকে নিয়ে এসেছিল। তারা কী করতে পারল? নাড্ডার লেজে কে বা কারা চিমটি কাটল, তখনই আইপিএস অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করল। ব্যবস্থা তো আমরা নিয়েছি সঙ্গে সঙ্গে। আর আমি যখন উত্তরপ্রদেশে গিয়েছি, তখন আমাদের বিরুদ্ধে কালো পতাকা দেখানো হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তো কোনও ব্যবস্থা নেয়নি।’

এরপরেই মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ(Police) প্রশাসনের পক্ষ নিয়ে বলেন, ‘দিল্লির পুলিস ভাল, বাংলার পুলিস কালো, এটা আমি বিশ্বাস করি না। বাংলার পুলিস যথেষ্ট যোগ্যতার সঙ্গে কাজ করছে। একটা ক্ষুদ্র অংশ খারাপ থাকতেই পারে। তাই বলে কি সবাই খারাপ? এত বড় রাজ্যে দু একটা ঘটনা ঘটেছে। পুলিস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দেখতে হবে, সরকার ঠিকঠাক ব্যবস্থা নিচ্ছে কি না। যারা দোষী, তাদের শাস্তি হবেই। উত্তরপ্রদেশে, রাজস্থানে কী হচ্ছে? আমাদের এখানে সিআইডি, এসটিএফ একসঙ্গে কাজ করছে। একটা দুটো ভুল হতেই পারে। দুটো ঘটনা ঘটেছে বলে রাজ্যকে অপরাধীদের হাতে ছেড়ে দিতে হবে? অসম, দিল্লি, ত্রিপুরায় মানুষ বিচার পায় না। একমাত্র বিচার পায় বাংলায়।’ সেই পুলিশকে নিয়ে বলতে বলতেই মুখ্যমন্ত্রী আক্রমণ নাম না করেই আক্রমণ শানেন অধিকারীদের।।

মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রামে ভোট লুঠ করার জন্য পুলিশের সঙ্গে কানাকানি কথা বলতে দেখেছি। কিন্তু কাঁথির পুলিশকর্মী কী ভাবে মারা গেলেন? তাঁর স্ত্রী তো এফআইআর করেছিলেন। তার কোনও সমাধান হল না কেন? তুমি অভিযোগ করে এখন পালিয়ে যাচ্ছ। তার মানে কি তুমি বিচার ব্যবস্থাকে ভুল পথে চালিত করছ? ওরা ভয় পেয়ে পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই। এঁচড়ে পাকা সব। পিতা-পুত্র সব দীর্ঘজীবী হোক।’ মুখ্যমন্ত্রী এদিন দুই কাউন্সিলর খুনের ঘটনাতেও সরব হন। বলেন, ‘অনুপম(Anupam Dutta) ভাল ছেলে, মারা গিয়েছে। ঝালদায়(Jhalda) কাউন্সিলরের মৃত্যর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শীতলখুচিতে ভোটের সময় চারজন মারা গেল তাদের বিচার হচ্ছে না। তদন্তের জন্য ডাকা হলে জবাব আসছে, ভার্চুয়ালি হাজিরা দেব। ঝালদার ঘটনায় একজন তৃণমূলকর্মী গ্রেফতার হয়েছে। বিরোধীরা শুধু ওই ঘটনা নিয়েই সরব হচ্ছে। কিন্তু অনুপমের ঘটনায় চুপ করে আছে কেননা মাস্টারমাইন্ড বিজেপি কর্মী। জানিনা পিছনে আর কে কে আছে। আনিসের ঘটনাতেও পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর