এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব’, আশ্বাস মমতার

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট(Panchayat Election) চলে গিয়েছে। মাস ৬ বাদেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের(General Election 2024) দামামা। ঠিক তার আগে এদিন অর্থাৎ সোমবার কলকাতার(Kolkata) ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) মঞ্চ থেকে রাজ্যে বেকার যুবক-যুবতীদের সামনে বড়সড় কর্মসংস্থানের আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তাই নয়, তিনি এদিন মিজোরামের ঘটনা প্রসঙ্গ টেনে এনে বার্তা দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্যও। বার্তা গিয়েছে, সেই সব আন্দোলনকারীদের কাছেও যারা গত দেড় দুই বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। আদালতে মামলার জট কাটিয়ে যাতে দ্রুত চাকরি দেওয়া যায় তার জন্য এদিন মুখ্যমন্ত্রী নতুন এক প্রস্তাবও রেখেছেন। বার্তা দিয়েছেন, ইংরাজি ও কম্পিউটার না জানা মানুষদের বিনামূল্যে তা শিখিয়ে দেবে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যে চাকরির অভাব নেই। কিন্তু নিয়োগ করতে পারছি না। কেউ না কেউ আদালতে মামলা করে দিচ্ছে। তাতে আটকে যাচ্ছে। কিন্তু আগামী দু-তিন বছরে আমরা ১০ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি দেব। ১০ লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়া কোনও ব্যাপারই নেই। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বিভিন্ন শিল্পে তাঁদের নিয়োগ করা হবে। ৩ মাসের মধ্যে পুলিশে ৮,০০০ লোক নেওয়া হবে। বানতলায় পাঁচ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। হাওড়ায় আরও দু’লক্ষ। দেউচা পাঁচামিতে আরও এক লক্ষ মানুষ চাকরি পাবেন। শিক্ষক পদে ২৪ হাজার শূন্যপদ আছে। সেখানেও নিয়োগ হবে। এখানে বিজেপি-সিপিএম-কংগ্রেস এক হয়েছে। ওরাই সব মামলা করাচ্ছে। আপনারাই বলে দিন না কোন পদ্ধতিতে পরীক্ষা হবে? দরকার হলে বিচারকের অধীনে পরীক্ষা হোক, আমার আপত্তি নেই। কিন্তু চাকরি তো হবে। বিচারপতির কমিটির তত্ত্বাবধানে হোক, কোনও সমস্যা নেই আমার। যাঁরা ইংরেজি শিখতে চান, যাঁরা কম্পিউটারের ট্রেনিং করতে চান, তাঁদের জন্য জেলায়-জেলায় কেন্দ্র তৈরি করা হয়েছে। চাকরি বাঁধা একেবারে।’

এরপরেই মুখ্যমন্ত্রী চলে আসেন মিজোরামের দুর্ঘটনা প্রসঙ্গে ও পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে। তিনি বলেন, ‘বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করলে গেলে তাঁর সরকারের কিছু করার নেই। এখানে সব করে দিয়েছি। ব্যবসার টাকাও দেব বলেছি। তা-ও কেউ বাইরে গেলে আমি কী করতে পারি? বাংলা তো শিক্ষায় এক নম্বর। তা-ও বাইরে পড়তে যান অনেকে। যেতেই পারেন। মিজোরামে বাংলার শ্রমিকদের যে নিয়ে গিয়েছিল তাঁকে ডাকা হবে। অনেকেই আছেন যারা কমিশন পাওয়ার লোভে ভুল বুঝিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে চলে যাচ্ছেন। এবার এদের আর ছেড়ে কথা বলা হবে না। পরিযায়ী শ্রমিকদের বলবো, দুয়ারে সরকারে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করুন। বাংলা ছেড়ে যাবেন না। আমরাই আপনার কাজের ব্যবস্থা করে দেব।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর