এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলা দেশের অন্যতম পূণ্যভূমি। শুধু তাই নয়, এই বাংলাই ভারতকে নবজাগরণের পথ দেখিয়েছে। সেই নবজাগরণের অন্যতম কেন্দ্র দক্ষিণেশ্বর(Dakshineshwar)। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস, মা সারদা, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণি তাঁদের পদচিহ্ন রেখে গিয়েছেন। সেই দক্ষিণেশ্বরেই বৃহস্পতিবার এক নতুন অধ্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন সেখানে একটি মিউজিয়াম(Museum) ও লাইট অ্যান্ড শোয়ের(Light and Show) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই প্রদর্শনশালায় যেমন দেখা যাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস দেবের পরিধেয় পবিত্র ধুতি, ভবতারিণী মায়ের খড়্গ আর রানি রাসমনির শ্বেতপাথরের সিংহাসন। দক্ষিণেশ্বর কুঠিবাড়িতে প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার লাগোয়া বড় ঘরটি রূপ নিয়েছে পূর্ণাঙ্গ এক সংগ্রহশালার। সেখানেই থাকবে ধর্মপ্রাণ মানুষের এহেন সব আকর্ষণ। পাশাপাশি বাংলা তথা ভারতের পুণ্যতীর্থ দক্ষিণেশ্বরের বৃত্তান্ত সব পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে তুলে ধরতে এদিন উদ্বোধন করা হল ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এর অনুষ্ঠান। কেএমডিএ’র সহযোগিতায় দক্ষিণেশ্বরের নাটমন্দিরে আলো ও ধ্বনির সমন্বয়ে এবার থেকে নিয়মিত প্রত্যক্ষ করতে পারবেন মন্দিরে আসার ভক্ত, তীর্থযাত্রী ও পর্যটকেরা।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সুজিত বসু, তাপস রায় প্রমুখরা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভূয়ষী প্রশংসা করেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরি(Kushal Chowdhury)। তিনি জানান, মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই দক্ষিণ্বশ্বরের উন্নয়ন নিয়ে সচেষ্ট ছিলেন। রাজীব গান্ধির আমলে তিনিই দক্ষিণেশ্বর ঘাট সংস্কার ও লঞ্চঘাট নির্মাণে উদ্যোগী হয়েছিলেন। আজ যে দক্ষিণেশ্বরে মেট্রো রেল পৌঁছে গিয়েছে তার পরিকল্পনা ও রূপায়নের কাজও মমতার। দেশের মধ্যে প্রথম স্কাইওয়াক, সেও দক্ষিণেশ্বরে, সেই স্কাইওয়াক নির্মাণও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের মধ্যে লঞ্চ পরিষেবা চালু মমতার হাত ধরেই। কুশলবাবু এদিন জানান, যখনই তিনি মমতার কাছে কিছু চাইতে গিয়েছে, পেয়েছেন তার ঢের বেশি। এদিন মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিবৃত্ত ‘মাতৃশক্তি’র প্রিমিয়ারেরও উদ্বোধন করেন।

১৮৫৫ সালে জগন্নাথদেবের স্নানযাত্রার পুণ্যতিথিতে জানবাজারের রানি রাসমনি প্রতিষ্ঠিত ভবতারিণী মায়ের মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই নিরিখে মঙ্গলবারই ছিল মন্দিরের ১৬৭ তম প্রতিষ্ঠাবর্ষের শুভারম্ভ। সেই প্রেক্ষিতকে সামনে রেখে দক্ষিণেশ্বর কালী মন্দির অছি পরিষদের উদ্যোগে ও কেএমডিএ’র মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেটাই এদিন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এতদিন দক্ষিণেশ্বরে ভক্ত, তীর্থযাত্রী, পর্যটকেরা মন্দির চত্বরে চাঁদনি, দ্বাদশ মন্দির, বিষ্ণুঘর, ভবতারিণী মায়ের মন্দির, নাট মন্দির, ভোগঘর, অতিথিশালা, বলিদানের স্থান, দফতরখানা, ঠাকুরের ঘর, নহবতখানা, বকুলতলা, পঞ্চবটি, ঝাউতলা, বেলতলা এবং কুঠিবাড়ি সহ নানা স্থান দর্শন করতেন। কিন্তু সে অর্থে রানি রাসমনি ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত কোনও সামগ্রীর নির্দিষ্ট কোনও সংগ্রহশালা ছিল না। ভক্তদের সে সাধ এবার মিটবে।

মন্দির কর্তৃপক্ষের হেফাজতে দীর্ঘদিন ধরেই দুষ্প্রাপ্য বেশ কিছু সামগ্রী ছিল। সেসবই এবার স্থান পাবে এদিন উদ্বোধন হওয়া মিউজিয়ামে। এতদিন এগুলি লোকচক্ষুর অন্তরালে ছিল। কিন্তু এবার তা মিউজিয়ামে রাখা থাকবে, তাই সবাই দেখতে পাবেন সেই সব জিনিস। প্রতিদিন খোলা থাকবে এই সংগ্রহশালা। এর জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না। তবে দিনের ঠিক কোন সময় সংগ্রহশালা খোলা থাকবে, তা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলে অছি পরিষদ সূত্রে জানা গিয়েছে। দক্ষিণেশ্বরের পঞ্চবটিতলা থেকে খানিকটা এগলেই কুঠিবাড়ি। মন্দিরের ইতিহাস অনুযায়ী, রানি রাসমনি দাসী, তাঁর জামাই মথুরবাবু তো বটেই, কুঠিবাড়িতে থেকেছেন রামকৃষ্ণদেবও। কুঠিবাড়ির এই ঘরের কাছেই রয়েছে ঐতিহাসিক বকুলতলা ঘাট। যে ঘাট ঠাকুরের পবিত্র পাদস্পর্শের ইতিহাস বহন করে চলেছে। সবদিক ভেবেচিন্তে এহেন এক জায়গায় সংগ্রহশালা তৈরি করাটা মন্দির কর্তৃপক্ষের সাধু উদ্যোগ বলেই মনে করছেন মা ভবতারিণীর ভক্ত ও রামকৃষ্ণ মতবাদে বিশ্বাসীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর