এই মুহূর্তে




বিমানবন্দরে ‘বিশ্ব বাংলা’র স্টলে দেবী দুর্গার মূর্তিতে টিপ পরালেন মমতা




নিজস্ব প্রতিনিধি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ-সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে শনিবার (২২ মার্চ) লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লন্ডনের বিমান ধরার আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে সোজা চলে যান বিশ্ব বাংলার স্টলে। সেখানে ঘুরে-ঘুরে বাংলার প্রতিভাবান শিল্পীদের হাতের কাজ পরখ করেন। স্টলে থাকা দেবী দুর্গার মূর্তিতেও টিপ পরিয়ে দেন। দেশি-বিদেশি পর্যটকরা বাংলার শিল্পীদের হাতের কাজ নিয়ে কী বলছেন, তারও খোঁজ নেন।

প্রথমে ঠিক ছিল শনিবার সকালের বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু লন্ডনের  হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে খানিকটা রদবদল ঘটে সফরসূচিতে। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোতেই নামবে মমতার উড়ান। আপৎকালীন ব‍্যবস্থা হিসেবে গ‍্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হয়েছিল। আগামিকাল রবিবার (২৩ মার্চ) দুপুরে লন্ডন পৌঁছনোর পরে বিশ্রাম নেবেন। পরের দিন সোমবার (২৪ মার্চ) ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক। ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেবেন। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরবেন।

তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কোনও কিছু ঘটলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স। প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

এদিন লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন ‘কলকাতা থেকে প্রথমে দুবাই যাচ্ছি। তার পর সেখান থেকে লন্ডনের বিমান ধরব। চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’   

 

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সদ্য বিবাহিত দিলীপকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার, দিঘার মন্দির উদ্বোধনে কি থাকবেন তিনি?

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর