এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নতুন মন্ত্রীদের প্রথম বৈঠকেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রিসভায়(State Cabinet) রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সময় মন্ত্রিসভায় থাকা বেশ কিছু মন্ত্রীর দফতর রদবদলের পাশাপাশি ৮জন নতুন মন্ত্রী শপথও নেন। ওই রদবদলের পরে এদিন অর্থাৎ বৃহস্পতিবারই ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিন সেই বৈঠক বসে নবান্নে(Nabanna)। সেই বৈঠকেই এদিন নতুন মন্ত্রীদের(New Ministers) সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি নতুন মন্ত্রীদের জানিয়ে দেন, সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁরা যেন প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে বুঝে নিয়ে তবেই যেন তা নিয়ে সিদ্ধান্ত নেন এবং স্বাক্ষর করেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে আরও বেশি করে তাঁদের দফতরকে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিনের বৈঠকে যাতে প্রত্যেক মন্ত্রী উপস্থিত থাকেন তার জন্য আগে থেকেই নির্দেশ জারি করা হয়েছিল। সেই হিসাবেই রাজভবনে শপথ নেওয়ার পর এই প্রথম এদিন নতুন মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। এই নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, স্নেহাশীষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন ও বিপ্লব রায়চৌধুরী। এদের প্রত্যেকের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ সব দফতর। সেখানে দ্রুততার সঙ্গে মন দিয়ে কাজ করে উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী এদিন তাঁদের দিয়েছেন। এমনকি তিনি নতুন মন্ত্রীদের এই বার্তাও দিয়েছেন যে তাঁরা যেন, কোনও ভাবেই মন্ত্রিসভাকে অসম্মান না করেন, মন্ত্রিসভার কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যেন কাজ না করেন এবং সর্বোপতি কোনও দুর্নীতির সঙ্গে যে নিজেদের না জড়ান।

একই সঙ্গে এদিনের বৈঠকে সব প্রতিমন্ত্রীর জন্য নতুন এক নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। এতদিন প্রতিমন্ত্রীদের সে রকম কোনও কাজ থাকত না। সেই কারণেই এই সিদ্ধান্ত। এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর থেকেই নির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ। নবান্নের আধিকারিকদের অভিমত, এই নতুন সিদ্ধান্তে আরও ভালো হবে প্রশাসনের কাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর