এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে পকেট খসছে আমবাঙালির

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো(Kojagari Lakshmi Puja)। সেই পুজোর আয়োজনে এখন ব্যস্ত মধ্যবিত্ত বাঙালি। অথচ বাজারে পা রাখতেই কার্যত মুহুর্তের মধ্যে উবে যাচ্ছে টাকাপয়সা। কার্যত লক্ষ্মীপুজোর আগে বাংলার বাজারে বাজারে আগুন(High Price) লেগে গিয়েছে। বিশেষ করে ফল(Fruits), ফুল(Flowers) ও সবজির(Vegetables) ক্ষেত্রে। তার জেরে দেখা যাচ্ছে অনেকেই নমো নমো করে ফল‑সবজি কিনে বাড়ির পথে হাঁটা দিচ্ছেন। পাশাপাশি চোখে পড়ছে দশকর্মা সহ পুজোর আনুষঙ্গিক সমস্ত উপাচারের দামও বেশ চড়া। ধনলক্ষ্মীর আবাহন আয়োজনে বাজারে ঢুকে পকেটে টান অনুভব করতে হচ্ছে মধ্যবিত্তকে। সেখানে এখন রীতিমত ছ্যাঁকা খেতে হচ্ছে আম বাঙালিকে।

খাস কলকাতায়(Kolkata) ফলের দাম বেশ চড়েছে। আপেল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকা কেজি দরে। নাশপাতি ২৫০ টাকা কেজি, আঙুর ২০০ থেকে ২২০ টাকা, তরমুজ ৪০ টাকা, আনারস প্রতি পিস ৬০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। নারকেল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। এক একটি বড় সাইজের আখের দাম পৌঁছেছে ৪০ থেকে ৫০ টাকায়। শশা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাতাবি লেবুর দর উঠেছে ৩৫ থেকে ৪০ টাকা প্রতি পিস। শিষসহ ডাবের দাম ৬০ টাকা ছুঁইছুঁই। ধানের শিষ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ফুলের দরও কিছু কম থাকছে না। প্রতি পিস পদ্মের দাম এখন ৫০ টাকা ছুঁইছুঁই। গাঁদা ফুলের বড় মালা ৫০ টাকা। ছোট মালা পিস প্রতি ৩০ টাকা। রজনীগন্ধার বড় মালা ১০০-১২০ টাকায় বিক্রি হয়েছে। নাড়ু মোয়ার দরও বেশ বেড়েছে। ছোট নারকেল নাড়ুর ১০ পিসের প্যাকেট বিক্রি হচ্ছে ১৫টাকা করে। তিলের নাড়ুও একই দর। বড় নারকেল নাড়ুর দর উঠেছে ৩০ টাকা প্রতি প্যাকেট। মোয়ার প্যাকেট ১০০ টাকার নীচে নেই।

আসা যাক সবজির দামে। প্রথমেই হাতে ছ্যাঁকা লাগছে ফুলকপির দাম শুনলে। বড় সাইজের ফুলকপি ৫০ টাকার নীচে নেই। কেউ ৬০ টাকা নিচ্ছে তো কেউ ৭০ টাকা। তুলনায় বাঁধাকপি কিছুটা কম। ৪০ থেকে ৫০ টাকা দরে তা বিক্রি হচ্ছে। বেগুন ৭০ থেকে ৮০ টাকা, কুমড়ো ৩০ থেকে ৩৫ টাকা, টম্যাটো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ধনেপাতা ১৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৫০ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি, লাউশাক ২৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি, আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা, জ্যোতি আলু ৩০ টাকা প্রতি কিলো, চন্দ্রমুখী আলু ৩৫ টাকা প্রতি কিলো, পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, গাঁটি কচু ৪০ টাকা কিলো, মুলো ২৫-৩০ টাকা কিলো, ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা কিলো এবং ঝিঙা ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর