এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার ৭ লক্ষ আবাস উপভোক্তার আধার যাচাই আটকে দিয়েছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আবহে বঙ্গ বিজেপিকে(Bengal BJP) বেশ চাপে ফেলে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। কেননা মোদি সরকার বাংলার ৭ লক্ষেরও বেশি আবাস(PMGAY) উপভোক্তার আধার যাচাইয়ের কাজ আটকে দিয়েছে। অভিযোগ উঠেছে কেন্দ্র সরকার বাংলার ৭ লক্ষেরও বেশি পরিবারের আধার যাচাইয়ের(Aadhar Verification) কাজ আটকে দিয়েছে PFMS Portal-এ। অথচ এই যাচাই প্রক্রিয়াকে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চূড়ান্ত অনুমোদন বলে ধরা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য সরকারের দাবি, আধার যাচাই নিয়ে এত টালবাহানার কোনও কারণ জানাচ্ছে না কেন্দ্র। তাই বিষয়টিকে রাজ্যের ন্যায্য প্রাপ্য না দেওয়ার নয়া কৌশল বলে মনে করছে শাসক দল ও প্রশাসনের একাংশ। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে এখন সব থেকে বেশি চাপে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। কেননা এমনিতেই পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে এক বছরের মাথাতেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের সিদ্ধান্তে এখন এই দুই ভোটেই বাংলাতে ভরাডুবির মুখে পড়তে পারে বিজেপি। অন্তত তেমন আশঙ্কাই ছড়িয়ে পড়েছে বাংলার পদ্মশিবিরে। 

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে সুপ্রিম কোর্টের পথে রাজ্য

সঠিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে আগামী ১ জুলাই থেকে নয়া নিয়ম চালু করছে কেন্দ্র। ঠিক হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের পর আরও একবার করে তা যাচাই হবে অর্থমন্ত্রকের PFMS Portal’র মাধ্যমে। এই কাজ সম্পূর্ণ হলে Aadhar Bridge Payment’র মাধ্যমে টাকা পাঠানো হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। কেন্দ্রের দাবি, এই যাচাই পদ্ধতি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। তবে সেই যুক্তি মানতে নারাজ বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বিভিন্ন সূত্র থেকে নবান্নের আধিকারিকেরা জানতে পেরেছেন, একমাত্র বাংলার ক্ষেত্রেই এত সংখ্যক উপভোক্তার আধার যাচাই বাকি। সর্বাধিক PFMS যাচাই হয়েছে গুজরাতের উপভোক্তাদের। এই তথ্য আরও একবার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার তত্ত্ব সামনে আনল বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু বাংলার উপভোক্তাদের প্রতি কেন্দ্রের এই বঞ্চনাই এখন বাংলার মাটিতে পদ্মশিবিরের জন্য বড় বিপদ খাড়া করে দিয়েছে।

আরও পড়ুন ‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে!’ জনতাকে প্রশ্ন মমতার

বাংলার বুকে কেন্দ্রীয় আবাস প্লাস প্রকল্পে তালিকাভুক্ত উপভোক্তার সংখ্যা ১১ লক্ষ ১ হাজার ৯৫৫। এদের প্রাপ্য মোট ৮ হাজার কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র।  আগে থেকে চলা আবাস সফ্ট প্রকল্পের ৬৩ হাজার ৮৩৫ জন উপভোক্তার এক-দুই কিস্তির টাকা এখনও বাকি। এদের মধ্যে সব মিলিয়ে মাত্র ৩.১৬ লক্ষের ক্ষেত্রে PFMS যাচাই সম্পূর্ণ করেছে কেন্দ্র। আবাস সফ্ট প্রকল্পের টাকা আগেই অনুমোদিত। কিন্তু নয়া নিয়মের গেরোয় বেশিরভাগই তা পাবেন না বলে আশঙ্কা। আর ১ জুলাইয়ের পর আবাস প্লাসের টাকা কেন্দ্র ছাড়লেও যাচাই বাকি থাকলে তাও কেউ পাবে না। এই সমস্যা এড়াতে রাজ্যের তরফে গত ১২ জুন অর্থমন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়ে আধার যাচাইয়ে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের দাবি, ওই পোর্টালে আধার যাচাই ব্যর্থ হলে তার কোনও কারণ জানাচ্ছে না কেন্দ্র। ফলে ভুলত্রুটি সংশোধন সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে উপভোক্তাদের টাকা পাওয়া নিয়ে সংশয় বাড়ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, বাগুইহাটিতে ছড়িয়েছে উত্তেজনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর