এই মুহূর্তে




মহালয়ার দিন রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বছর বছর প্রতীক্ষা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে কৌতুহলও। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যজুড়ে ১ হাজারের বেশি পুজোর উদ্বোধন(Durga Puja Inauguration) করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবারও এই সংখ্যা এক হাজারের কাছাকাছি যেতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মাধ্যমে(Virtual Media) উদ্বোধন নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে বার্তা পাঠানো হয়েছে নবান্নের তরফে। তাতে বলা হয়েছে, ২ অক্টোবর বিকেল পাঁচটায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফলে কোন কোন পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যবাসী কার্যত অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে থেকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করা শুরু করে দেবেন আর কোনও কোন পূজো তিনি উদ্বোধন করবেন সেটা জানতে। সেই আগ্রহের কিছুটা হলেও অবসান ঘটতে চলেছে।   

আরও পড়ুন, Organized Crime Control Cell, চালুর ভাবনাচিন্তা চলছে রাজ্য সরকারের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার গান্ধি জয়ন্তী(Mahatma Gandhi Birthday) অর্থাৎ ২ অক্টোবর। ঘটনাচক্রে সেদিনই আবার মহালয়া(Mahalaya)। ওই দিনই রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এবছর দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগের দিন অর্থাৎ ১ অক্টোবর, মঙ্গলবার শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই রাজ্যের দমকল দফতরের অগ্নিনির্বাপণ বিভাগের ৫০টি বাইক, দমকল সহ একাধিক নয়া পরিকাঠামোর উদ্বোধনও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান প্রতিবছর করেন মুখ্যমন্ত্রী। এবারেও মহালয়ার দিন চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সূত্রেই ওইদিন ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোরও উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন, উত্তরবঙ্গ থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠক, তারপরেই পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর

কোন কোন পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, তার একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। পুজোর উদ্বোধনের দিন ঘোষণা হতেই উন্মাদনা তৈরি হয়েছে জেলার পুজো কমিটিগুলির মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপের কাজ শেষ করতে জোর তৎপরতা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। এবারে মাস খানেক আগে থেকেই পুজোর উদ্বোধনের অনুরোধ জানিয়ে চিঠি আসতে শুরু করেছিল মুখ্যমন্ত্রীর দফতরে। ফলে প্রত্যেক বছরের মতো এবছরও একইভাবে কলকাতা সহ জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ অক্টোবর একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনও করবেন তিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি

পুজোর উদ্বোধনে গিয়ে ক্যানভাসে ছবি আঁকলেন মমতা

মমতার লড়াইয়ের ফল, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল মোদি সরকার

আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে এবার গ্রেফতার আশিস পান্ডে

পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তারেরা, পরামর্শ সিনিয়রদের

মাত্র হাজার টাকার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর