এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হরিদেবপুর অটো কাণ্ডে গ্রেফতার ৪, প্রশ্নের মুখে ঋণপ্রদানকারী সংস্থা

নিজস্ব প্রতিনিধি: নাটকীয় মোড় দক্ষিণ কলকাতার(South Kolkata) হরিদেবপুর অটো কাণ্ডে। একই সঙ্গে প্রশ্নের মুখে পড়ে গেল শহরের ঋণপ্রদানকারী সংস্থাগুলি। আর সেই সত্যি ঘটনা সামনে এল সিসিটিভি ফুটেজ সামনে চলে আসায়। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর(Haridevpur) থানা এলাকার ৪১ পল্লী ক্লাবের সামনে একটি অটো(Auto) থেকে ১৯টি বোমা, ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে এবার পুলিশ(Police) ৪জনকে গ্রেফতার করল। রবিবার ভোর রাতে সেই ৪জনকে গ্রেফতার(Arrest) করে এবং এদিনই তাদের আদালতে তোলা হচ্ছে। সব থেকে বড় ও চাঞ্চল্যকর বিষয় এটাই যে ওই এলাকার দুটি ঋণপ্রদানকারী সংস্থার মধ্যে বিরোধের দরুণ একটি সংস্থা অপর সংস্থার নাম হেয় করতেই এই ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার রাতে যে অটো থেকে বোমা, গুলি পিস্তল উদ্ধার হয় সেই অটোর মালিক শৈলেন ঘোষ। যে জায়গায় অটোটি রাখা ছিল সেই জায়গাটি আবার স্থানীয় মিলনী ক্লাবের মালিকানাধীন। ওই ক্লাবের তরফ থেকে একটি ঋণ আদায়কারী সংস্থাকে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল৷ ওই ঋণপ্রদানকারী সংস্থার দাবি, শৈলেনবাবু তাঁদের কাছ থেকে ঋণ নিয়ে অটো কিনলেও ঋণের কিস্তি শোধ করতে না পারায় দিন ২০ আগে অটোটিকে তাঁর কাছ থেকে একরকম কেড়ে এনে ওই গ্যারাজে এনে রাখা হয়৷ তারপরই সেই অটো থেকে উদ্ধার হয় অস্ত্র৷ যে ঋণপ্রদান কারী সংস্থা শৈলেনবাবুকে ঋণ দিয়েছিল তাঁদের সঙ্গে আবার বিরোধীতা ছিল অপর একটি ঋণপ্রদানকারী সংস্থার। এই দ্বিতীয় সংস্থাটি অটো তুলে আনার বিষয়টিকে হাতিয়ার করতে গোটা ঘটনার ছক কষে। তাঁরাই প্রথমে স্বপন মিত্র ও ভৈরব বসু নামে দুই দুষ্কৃতীকে ভাড়া করে ওই অটোতে বোমা, গুলি, পিস্তল রাখার বিষয়টি জানায়। সেই কাজে স্বপন আর ভৈরবকে সাহায্য করে অজিত দাস ও বাবলু দলুই নামে আরও দুই দুষ্কৃতী।

পুলিশ ঘটনার তদন্তে নেমে ৪১ পল্লী ক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আর সেখানেই দেখা যায় গত মঙ্গলবার রাতে অজিতের বাইকে চেপে এসে বাবলু ওই অটোর মধ্যে একটি ব্যাগের ভিতরে ওই বোমা, পিস্তল ও গুলি রেখে চলে যায়। পুলিশ এদিন ভোরে সবার আগে তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে স্বপন ও ভৈরবের। শেষে ৪জনকেই গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে দ্বিতীয় ঋণপ্রদানকারী সংস্থার কয়েকজন আধিকারিককেও এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ এটাও জানতে পেরেছে এই ঘটনার পিছনে এলাকার বেশ কিছু প্রভাবশালীরাও জড়িয়ে রয়েছেন যারা ওই প্রথম ঋণপ্রদানকারী সংস্থার নাম খারাপ করার লক্ষ্যে এই ঘটনার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর