এই মুহূর্তে

নবান্নে মুখোমুখি সেলিম-মমতা! কেন বসতে হল বৈঠকে?

নিজস্ব প্রতিনিধি:  বামকে হারিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছে তৃনমূল। বঙ্গের বুকে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের রাজত্ব চালানো বামের নানা নীতি নিয়ে বিরোধী থাকাকালীনই বারংবার মুখ খুলতেন মমতা। আর ক্ষমতায় এসে প্রতিনিয়তই বামকে তুলোধনা করেন এই তৃনমূল সুপ্রিমো। এবার সেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাথেই মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন  মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে যাচ্ছেন মহম্মদ সেলিম। তবে তড়িঘড়ি কেন বসতে হচ্ছে বৈঠকে? 

নবান্ন সূত্রে খবর, বাংলায় এখন এসেছেন ফিনান্স কমিশনের এক প্রতিনিধিদল। সেখানে আজ রাজ্যের নানা রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। তাঁদের নিয়েই আজ নবান্নে বৈঠক করবেন তাঁরা। আর ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আর সেই আমন্ত্রণে সাড়া দিতেই নবান্ন যাচ্ছেন বলেই জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একদা ৩৪ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। এখন তারা বিরোধী দল।  এই বৈঠকে যোগ দিতে প্রথমবার নবান্নে পা রাখবেন মহম্মদ সেলিম। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘‌ওই ভবনের নির্মাণের সময় একবার ওখানে গিয়েছিলাম। তারপর এই প্রথমবার যাব। আমি আর রামচন্দ্র ডোম যাবো।’‌

প্রসঙ্গত, বর্তমানে বিধানসভা, লোকসভা নির্বাচনে সিপিএম শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি। সদ্য ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বামেরা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসতে চলেছে বাম। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন রাজ্যের আর্থিক বিষয়ক নানা তথ্য সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান। এই রাজ্যের নানা উন্নয়ন মূলক প্রকল্পের সমালোচনা করেছেন মহম্মদ সেলিম। তবে নবান্নে দাঁড়িয়ে বামনেতা ঠিক কি উত্তর দেন, সেটাই এখন দেখার। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর