এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিম্নচাপের গেরোয় বন্যার মুখে দক্ষিণবঙ্গ, জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে বানভাসি হতে চলেছে দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলা। নেপথ্যে বঙ্গোপসাগরে(Bay of Bengal) সৃষ্ট নিম্নচাপ(Low Depression)। ইতিমধ্যেই তা দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থল্ভাগে ঢুকে পড়েছে। এর বর্তমান অবস্থান দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড়ে। কিন্তু এর প্রভাবে সোমবার দিনভর প্রবল বৃষ্টিতে(Heavy Rain) ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। মঙ্গলবার ও বুধবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির হাত ধরেই পুজোর মুখে বন্যার(Flood) মুখ পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই কারণেই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলায় সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। তৈরি রাখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলিও। সোমবার রাতে বা মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু নদীর জলাধার থেকে জল ছাড়া শুরু হবে বলেও রাজ্যের সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বঙ্গোপসাগরের ওপরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। সোমবার অর্থাৎ এদিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে দুই ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতেও এদিন ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিন কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। বৃষ্টির পরিমাণ থাকবে ১৫০ মিলিমিটারের আশেপাশে। দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতে ১০০ মিলিমিটারের আশেপাশে বৃষ্টি হবে। বুধবারও বৃষ্টি ঝরবে থাকছে নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আর এই প্রবল বৃষ্টির জেরে ডিভিসির দূর্গাপুর জলাধার থেকে, ময়ূরাক্ষীর তিলপাড়া জলাধার থেকে, কংসাবতীর মুকুটমণিপুর জলাধার থেকে বেশ কয়েক হাজার কিউসেক জল ছাড়া হতে পারে বলে রাজ্যের সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। এদিন বিকাল থেকেই দফায় দফায় সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে সেই জল বুধবার এসে পৌঁছাবে দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলা এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বীরভূমের বেশ কিছু এলাকায়। প্রাথমিক ভাবে বীরভূম জেলার সাঁইথিয়া ও লাভপুর, মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও মেদিনীপুর সদর মহকুমায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একই রকমের সতর্কতা জারি করা হয়েছে হুগলি জেলার আরামবাগ মহকুমায়, হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় এবং পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায়।

নিম্নচাপের জেরে রবিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সাগরপৃষ্টে ঘন্টায় ৬০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে উঠছে উঁচু উঁচু ঢেউ। এর জেরে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি বকখালি, ফ্রেজারগঞ্জ, দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো সৈকতগুলিতে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রবাঁধ ও দক্ষিণ ২৪ পরগনা জেলার নদী বাঁধগুলির দিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। দুই জেলারই কিছু নীচু এলাকার মানুষদের যাতে প্রয়োজন পরলে দ্রুত সরিয়ে আনা যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। গোটা বিষয়টিতে নজরদারি চালানোর জন্য নবান্ন খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর