এই মুহূর্তে




ইন্দিরাকে বিশেষ পুলিশ পদক, নিঃশব্দে রাজ্যের বার্তা রাজ্যপালকে

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের(Independence Day) সকালে কলকাতার রেড রোড থেকে নিঃশব্দে রাজ্য সরকারের তরফে বার্তা চলে গেল রাজভবনের উদ্দেশ্যে। আরও বলা ভাল মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) নিঃশব্দে বার্তা দিলেন রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসকে(C V Ananda Bose)। এদিন কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে রাজ্যের পুলিশ আধিকারিকদের ভাল কাজের জন্য বিশেষ পুলিশ পদক(Special Police Medal) দিয়ে সম্মান জানানো হয় রাজ্য সরকারের তরফে। এবারে সেই পদক দেওয়া হয়েছে ৪জন পুলিশ আধিকারিককে। সেই ৪জনের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল)(DC Central of Kolkata Police) ইন্দিরা মুখোপাধ্যায়(Indira Mukherjee)। এই ইন্দিরার বিরুদ্ধেই কেন্দ্রের কাছে নালিশ ঠুকেছিলেন রাজ্যপাল। কেন্দ্রের কাছে তাঁর অভিযোগ ছিল, রাজ্যপালের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে ওই পুলিশকর্তা রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন। ইন্দিরার পাশাপাশি তিনি নালিশ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামেও। সেই ঘটনার তিন মাস পর এদিন ইন্দিরাকে সম্মাণিত করে কার্যত রাজ্যপালকে পাল্টা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন, স্বাধীনতা আজ কিছু সাম্প্রদায়িক কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত, লিখলেন মমতা

রাজভবনে তাঁর শ্লীলতাহানি হয়েছে এই মর্মে সেখানকার এক মহিলা অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে কলকাতা পুলিশ। সেই তদন্তের দায়িত্বে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। তারপরেই ইন্দিরার বিরুদ্ধে কেন্দ্রের কাছে নালিশ ঠুকেছিলেন রাজ্যপাল। নবান্ন সূত্রে খবর, আইপিএস অফিসার এবং কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) ইন্দিরাকে ওই পদক দেওয়া হয়েছে ২০২৩-২৪ সালে তাঁর প্রশংসনীয় কাজের জন্য। রাজ্যপালের নালিশ সেই পদক প্রপাতর ক্ষেত্রে কোনও বাধা হয়ে ওঠানি। কার্যত এর মাধ্যমেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ইন্দিরাকে নিয়ে রাজ্যপাল কী ভাবলেন বা মনে করলেন, কী অভিযোগ বা নালিশ ঠুকলেন তাতে কিছু যায় এসে যায় না। মুখ্যমন্ত্রী মনে করছেন, ইন্দিরা ভাল কাজ করেছেন। তাই তাঁকে, পুলিশ পদকে সম্মাণিত করা হয়েছে। রাজভবন থেকে ‘ঠোক্কর’ খাওয়া আমলারা অবশ্য এর আগেও পুরষ্কৃত হয়েছেন রাজ্য সরকারের কাছে। ২০২৪ সালের শুরুতেই রাজ্যে নতুন স্বরাষ্ট্রসচিব হিসাবে নাম ঘোষণা করা হয় আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীর। তিনি তার আগে রাজভবনে রাজ্যপাল বোসের সচিব ছিলেন। কিন্তু রাজভবন থেকে হঠাৎই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এক বছরের মধ্যেই সেই নন্দীনিকেই স্বরাষ্ট্রসচিব করেন মমতা।

আরও পড়ুন, দশক পরে লালকেল্লার অনুষ্ঠানে দেশের বিরোধী দলনেতা, রাহুলের ঠাঁই হল পিছনের সারিতে

বৃহস্পতিবার ইন্দিরা ছাড়া বাকি যে তিন পুলিশ কর্তাকে পদক দিয়ে এদিন মুখ্যমন্ত্রী সম্মানিত করেছেন, তাঁরা হলেন— অফিসার অন স্পেশাল ডিউটি(ওএসডি) আইপিএস অফিসার দিব্যজ্যোতি দাস। এসপি পদমর্যাদার ওই অফিসার বর্তমানে মুখ্যমন্ত্রীর দফতরের দায়িত্বে রয়েছেন। ভাল কাজের জন্য পদক পেয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ এবং ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ। তবে চর্চার বিষয় হয়ে উঠেছেন ইন্দিরাই। রাজভবনে মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনায় তদন্তের দায়িত্বভার পেয়েছিলেন ইন্দিরা। তার কিছু দিনের মধ্যেই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়ে ইন্দিরার নামে নালিশ ঠোকেন। যদিও সেই চিঠির জেরে এখনও না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, না কেন্দ্রীয় সরকার ইন্দিরার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছে। এমনকি এই নিয়ে তাঁকে কোনও চিঠিও পাঠায়নি। অর্থাৎ ইন্দিরাকে নিয়ে বোসের অভিযোগকে পাত্তাই দিচ্ছে না শাহি মন্ত্রক ও মোদি সরকার। কিন্তু ইন্দিরার কাজকে স্বীকৃতি দিল পশ্চিমবঙ্গ সরকার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

‘কর্মবিরতি চলবে’, দীর্ঘ ‘নাটক’ শেষে ঘোষণা আন্দোলনকারী চিকি‍ৎসকদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর