এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

DA নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) একাংশ কেন্দ্র সরকারের প্রদেয় মহার্ঘ্য ভাতা বা Dearness Allowance বা DA সমহারে প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এই নিয়ে সুপ্রিম কোর্টেও(Supreme Court) মামলা চলছে। কিন্তু যেহেতু সামনেই লোকসভা নির্বাচন(General Election 2024) রয়েছে তাই এই ইস্যুতে বাজার গরম করতে মহার্ঘ্য ভাতা নিয়ে ফের সুর চড়াতে শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। এই অবস্থায় পাল্টা কোমর বাঁধছে রাজ্য সরকারও। ঠিক করা হয়েছে, Dearness Allowance বা DA নিয়ে রাজ্য সরকারের ‘অবস্থান’ স্পষ্ট করতে রাজ্যের শাসকদলের সরকারি কর্মচারী সংগঠনের সভায় হাজির হয়ে জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সব পরিকল্পনামাফিক চললে জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে শাসকদল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা হবে। সেখানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে। মনে করা হচ্ছে, সেই মঞ্চ থেকেই তিনি DA নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেবেন। 

প্রসঙ্গত, DA নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ যারা আন্দোলন করছেন তাঁদের ধারনা, ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে ‘ইতিবাচক’ কোনও রায় পাওয়া যেতে পারে। তাই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারে বলে মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সে ক্ষেত্রে জানুয়ারি মাসের পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশনের সভাকে ঘোষণাস্থল হিসাবে বেছে নিতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ DA’র দাবিতে ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। শহিদ মিনারে তাদের অবস্থান চলার পাশাপাশি চলতি মাসের ১৯ তারিখ থেকে তাঁরা রাজ্য সরকারের সদর দফতর নবান্নের সমানে ধর্না কর্মসূচি শুরু করবেন। সেই কর্মসূচি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।    

পাশাপাশি, ডিএ-র দাবিতেই জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কলকাতায় মহামিছিলের আয়োজন করা হবে। সেই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রার্থী ও চাকরিজীবী মঞ্চের নেতৃত্বকে। ওই দিন হাওড়া, শিয়ালদহ এবং হাজরা থেকে তিনটি মিছিল মিলিত হবে শহিদ মিনারে। সেখানে আয়োজিত হবে এক প্রতিবাদসভা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টা ধরে ওই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মঞ্চের নেতারা। তাঁরা ঘোষণা করেছেন, ওই তিন দিন সরকারি অফিস-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি পালন করবেন সরকারি কর্মচারীরা। আবার বামপন্থী সরকারি শিক্ষকদের সংগঠন বঙ্গীয় ‘শিক্ষক ও শিক্ষা কর্মচারী সমিতি’ ৪০ শতাংশ ডিএ-র দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে নবান্নে। এমতাবস্থায় শাসকদলের কর্মচারী ইউনিয়ন পাল্টা সভা করে বিরোধী সংগঠনগুলিকে ‘জবাব’ দিতে চাইছে।

এ বছর বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ DA’র ঘোষণা করেছিলেন। মনে করা হচ্ছে, আগামী বছর সেই ধরনেরই ঘোষণা আবার করতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ, ২০১৯ সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোরেই তৃণমূল কর্মচারী ফেডারেশনের সভা থেকে ষষ্ঠ বেতন কমিশন চালুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে বিজেপি বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মচারীদের প্রভাবিত করার আগেই DA নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেবেন মমতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

বাজপেয়ি-আদবানি আমলের নেতাকর্মীরা বসে যাচ্ছেন, চাপে বিজেপি

আদর্শ আচরণবিধির গেরোয় আটকে Property Tax-এ প্রবীণদের ছাড়

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, প্রথম চন্দ্রচূড় সেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর