এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কংগ্রেসের লেজ ধরে তৃণমূল চলবে না, বড় সিদ্ধান্ত জোড়াফুলে

Caption - Google

নিজস্ব প্রতিনিধি: বিজেপি(BJP) হটানোর শ্লোগান তুলে জোট হবে জাতীয় স্তরে আর রাজ্যে(Bengal) সকাল থেকে রাত অবধি উগ্র মমতা(Mamata Banerjee) আর তৃণমূল(TMC) বিরোধিতা করবে কংগ্রেস(INC), এই দ্বিমুখী নীতি মেনে নেওয়া হবে না। ১৫ অক্টোবরের মধ্যে কংগ্রেসকে জানাতে হবে জোটের আসন রফা নিয়ে তাঁরা কী ভাবছে। সেই সময়সীমার মধ্যে কংগ্রেস কোনও পোক্ত সিদ্ধান্তে না এলে তৃণমূল নিজের মতো করে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী ঠিক করে নেবে। সেক্ষেত্রে বাংলার মাটিতে কোন জোট ছাড়াই লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। তবে সেক্ষেত্রেও তৃণমূল জাতীয় স্তরে তৈরি হওয়া বিজেপি বিরোধী INDIA জোট ছাড়বে না। ঠিক এই বার্তাই তৃণমূলের তরফে কংগ্রেসকে দিয়ে দেওয়া হয়েছে বলে জোড়াফুল সূত্রে জানা গিয়েছে। এমনকি সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার মাটিতে কংগ্রেসের সঙ্গে জোট হলে সর্বাধিক ২টি আসন তৃণমূল ছাড়তে পারে কংগ্রেসের জন্য। আর তা হল মালদা দক্ষিণ ও বহরমপুর, যে দুটি আসন কংগ্রেস জিতেছিল ২০১৯ সালের ভোটে।

যদিও প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, তাঁরা চাইছেন এ রাজ্যে জোট হলে তা হোক সম্মাণের সঙ্গে। সেক্ষেত্রে নূন্যতম ১২টি আসন ছাড়তে হবে তৃণমূলকে কংগ্রেসের জন্য। যদিও এই প্রস্তাবে তৃণমূল রাজী নয়। রাজ্য বিধানসভায় যাদের একজনও বিধায়ক নেই, তাঁদের এ রাজ্যে ১টি লোকসভা আসন ছাড়াও যে অনেকটা জমি ছেড়ে দেওয়া সেটা আর কে না জানে। সেই জায়গায় জোটের স্বার্থে তৃণমূল ২টি আসনই ছেড়ে দিতে চাইছে যা উনিশের ভোটে কংগ্রেস জিতেছিল।

কিন্তু এখন প্রদেশ কংগ্রেসের নেতারা একদিকে যেমন ১২টি আসনের জেদ ধরে বসে থাকছেন তেমনি সকাল থেকে রাত অবধি বিজেপির সুরে সুর মিলিয়ে বামেদের কাঁধে হাত রেখে চলেছে মমতা ও তৃণমূল বিরোধিতা। এই অবস্থায় তৃণমূলের কাছে খবর পৌঁছেছে যে, বাংলায় একটি সার্বিক মমতা ও তৃণমূল বিরোধী জোট গড়তে চাইছেন বাম(Left)-কংগ্রেস ও বিজেপির নেতারা। যে ১৮টি আসন ২০১৯ সালের ভোটে বিজেপি জিতেছিল সেই আসঙ্গুলি বাদ দিয়ে বাকি ২৪টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থী দাঁড় করাতে চাইছে। যাতে মমতা ও তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যায়।

জাতীয় স্তরে ৩ দলের এক মঞ্চে আসা কঠিন। কিন্তু মমতা ও তৃণমূলকে ধাক্কা দিতে বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে সমঝোতা হওয়া খুব একটা কঠিন নয়। তাই ৩ দলের নেতারাই এখন গোপন বোঝাপড়া নিয়ে গোপন বৈঠকে বসছেন প্রায়ই। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এদিকে আইএসএফ(ISF) রাজ্যের ১২টি আসনে প্রার্থী দিতে চাইছে। সেই নিয়ে তাঁদের সঙ্গেও এই ৩ দলের আলোচনা চলছে। প্রাথমিক ভাবে আইএসএফকে প্রস্তাব দেওয়া হয়েছে, বামেদের ভাগে যে ১২টি আসন পড়বে তার মধ্যে ২টি আসন তাঁদের ছেড়ে দেওয়া হবে। সূত্রে খবর, তাতে এখনই সহমত দেয়নি আইএসএফ নেতৃত্ব। আবার তাঁরা সরাসরি নাকচও করেননি।

যদি এই ফর্মুলা মেনেই ২০২৪’র ভোটে রাজ্যের ৪টি রাজনৈতিক দল মমতার বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয় তাহলে লড়াই যে বেশ কঠিন হয়ে পড়বে তৃণমূলের পক্ষে সেটা কেউই অস্বীকার করতে পারবেন না। প্রদেশ কংগ্রেসের নেতাদের কার্যত মমতার বিরুদ্ধে এই ৪দলের জোটে রীতিমত সায় রয়েছে। তাই তাঁরাও ১২টি আসনের দরে জেদ ধরে বসে থাকছেন যাতে জোট ও আসন সমঝোতা দুটোই এই বাংলায় ভেস্তে যায় তৃণমূলের সঙ্গে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সহ দেশে নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির বিরুদ্ধে যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার কথা বলছেন, সেই ফর্মুলাই এবার বাম, কংগ্রেস, বিজেপি ও আইএসএফ নেতারা প্রয়োগ করতে চাইছেন বাংলার মাটিতে মমতা ও তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূলের কাছে প্রদেশ কংগ্রেসের নেতাদের মনোভাব পরিষ্কার হয়ে যেতেই এখন জোর কদমে শুরু হয়ে গিয়েছে রাজ্যের ৪০টি আসনে প্রার্থী বাছাইয়ের কাজ। শুধু বহরমপুর ও দক্ষিণ মালদা নিয়ে এখনই কোনও পদক্ষেপ করছেন না মমতা ও অভিষেক। তবে পুজোর মধ্যে কংগ্রেস এই ২টি আসনের বিষয়ে কোনও পক্তো সিদ্ধান্ত না নিলে এই দুই আসনেও প্রার্থী বেছে নেবে তৃণমূল নেতৃত্ব। কার্যত জোড়াফুলের নেতারা এখন প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন, কংগ্রেসের লেজ ধরে তৃণমূল চলবে না। প্রয়োজনে বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল। এমনকি বিজেপি বিরোধী INDIA জোটে তৃণমূল আগামি দিনে থাকবে কী থাকবে না সেটাও পর্যালোচনার মধ্যে থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

বাজপেয়ি-আদবানি আমলের নেতাকর্মীরা বসে যাচ্ছেন, চাপে বিজেপি

আদর্শ আচরণবিধির গেরোয় আটকে Property Tax-এ প্রবীণদের ছাড়

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, প্রথম চন্দ্রচূড় সেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর