এই মুহূর্তে




চিকি‍ৎসার নামে বেসরকারি হাসপাতালের ‘বেওসা’য় রাশ টানতে কড়া বিল আনছে রাজ্য




নিজস্ব প্রতিনিধি : বেসরকারি হাসপাতালে খরচে লাগাম টানতে এবার তৎপর রাজ্য।  রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে আকাশছোঁয়া বিলের অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয় রোগীর পরিবারকে। রোগ নির্নয় করার জন্য একাধিক পরীক্ষা-নিরিক্ষা করতেই নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার ওপর রয়েছে ধারাবাহিক চিকিৎসা বা অপারেশন।

বেসরকারি হাসপাতালে রয়েছে নির্দিষ্ট প্যাকেজের ব্যবস্থা। চিকিৎসা সংক্রান্ত খরচ আগেই জানিয়ে দেওয়া হয়। সেই খরচ করতে সক্ষম হলেই শুরু হয় চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া। চিকিৎসার যাবতীয় খরচ যেখানে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বাড়তি খরচের প্রশ্নই তো আসার কথা নয়! কিন্তু বাস্তবের চিত্রটা অন্যরকম। বেড ভাড়া, কোথাও বিভিন্ন টেস্ট, ওষুধের বিপুল খরচ দেখিয়ে প্যাকেজের বাইরেও টাকা নেওয়ার অভিযোগ নার্সিংহোমগুলোতে। যারজন্য নির্ধারিত টাকার অনেক বেশি টাকা মেটাতে হচ্ছে রোগীর পরিবারকে। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। চলতি বিধানসভা অধিবেশনেই আনা হচ্ছে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল।

কী রয়েছে এই বিলে? নার্সিংহোমগুলি প্যাকেজের বাইরে যাতে কোনও টাকা নিতে না পারে, তা নিশ্চিত করতেই কড়া আইনি সংস্থান থাকছে ওই বিলে। কোনও নার্সিংহোম নিয়ম না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথাও থাকছে ওই বিলে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত মুনাফার জন্য বিলের বহর বাড়ানো যাবে না। তারপর থেকে বেসরকারি হাসপাতালগুলির দিকে কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য কমিশন। তারপরেও একাধিক অভিযোগ এসেছে। এই আবহে বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার স্বার্থে ‘দ্য ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট ২০২৫’ শীর্ষক বিল আনছে রাজ্য। বিধানসভায় শুরু হওয়া বাদল অধিবেশনে বিলটি আলোচনার জন্য আসবে বলে জানা গিয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর জন সাধারণের দুর্ভোগ কমবে বলে আশাবাদী সরকার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি ফিরহাদের

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ