এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কনকনে ঠাণ্ডা হাওয়ায় ঘুম ভাঙল কলকাতার! দুয়ারে শীত

নিজস্ব প্রতিনিধি: জাওয়াদ ধাক্কা কাটিয়ে অবশেষে বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে শীত। রবি সকালে কলকাতার ঘুম ভেঙ্গেছে কনকনে ঠাণ্ডা হাওয়ায়। পারা বলছে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের দাবি আগামিকালই ভোরে হয়তো সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। মানে এই ২৪ ঘন্টার মধ্যেই খুব কম করেও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে চলেছে খাস কলকাতার বুকে। যদি সেটা হয় তাহলে হয়তো আগামী ২-৩ দিনের মধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দেবে বঙ্গে এসে পড়েছে শীত। এখন সে কার্যত দুয়ারে চলে এসেছে। খালি পা বঙ্গের অন্দরে পা রাখার অপেক্ষা। কলকাতার রাতের পারা ১৪ ডিগ্রি ছুঁলেই ধরে নেওয়া হবে, বঙ্গের অন্দরে পা রেখেছেন শীতবাবু। বঙ্গের শীতবিলাসীদের কাছে নিঃসন্দেহে যা খুব ভাল খবর হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, জাওয়াদ উত্তর বঙ্গে এবার থিতু হতে চলেছে উত্তরের বাতাস। বঙ্গোপসাগরের ওপরে এখন আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সক্রিয় নেই। তাই সেদিক থেকে শীত আসার পথে কোনও বাধাও নেই। আর তার জেরেই উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে শুকনো ঠাণ্ডা হাওয়া হু হু করে ছুটে আসছে বাংলার পানে। তাই আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতার বুকে রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। ক্যালেন্ডার বলছে আগামী সপ্তাহেই পৌষ মাস শুরু হচ্ছে। সেই সঙ্গে ডিসেম্বর মাসেও মাঝামাঝি সময় চলে আসছে। এমনিতেই কলকাতায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে সেভাবে শীত পড়ে না। এবারেও সেই একই ছবি কার্যত ফিরেছে। পৌষ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন রবি সকালের কনকনে ঠাণ্ডা হাওয়া বলে দিচ্ছে শীতবাবু এবার জাঁকিয়ে বসতে চলেছেন বঙ্গে। রবি সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা এটাও জানিয়েছেন, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

তবে আবহাওয়াবিদরা এটাও জানিয়েছেন, রবি সকাল থেকেই কার্যত গাঙ্গেয় বঙ্গে হু-হু করে উত্তুরে বাতাস বইতে শুরু করে দিয়েছে। তার জেরে এদিন রাত থেকেই তরতরিয়ে পারদ নামবে। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকায় পূবালি হাওয়ার প্রভাব কমতে শুরু করে দিয়েছে। বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েক দিন ধরেই সেই দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজও এখন ক্রমশ বাড়বে। তবে আগামী কয়েকদিন ভোর বেলায় বাংলাজুড়েই কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরের জেলাগুলিতে কুয়াশার ঘনত্ব বেশি হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৩ মাসের ভোট গেরোয় নতুন নাম নথিভুক্তকরণ বন্ধ স্বাস্থ্যসাথীতে, বিপাকে বহু পরিবার

ভোট বড় দায়, বামেদের মুখে ঝামা ঘষে মমতার লক্ষ্মীর ভান্ডারের পাশে বৃন্দা

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনে ৩ কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর

কেন এত সময় লাগছে? মানিকতলা উপনির্বাচন নিয়ে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর