24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:39 am
নিজস্ব প্রতিনিধি:শহরে এখনই শীত পরার কোন সম্ভাবনা নেই। আমাদের রাজ্যের ভৌগোলিক কারণ অনুযায়ী ১৫ই ডিসেম্বর থেকে ১৫ ই জানুয়ারির মধ্যে শীত অনুভূত হয়। তবে তাপমাত্রার পারদের সব জায়গায় একসঙ্গে ছন্দপতন ঘটে না । এমন কি শীত(Winter) এলে তা বেশ কয়েকদিন স্থায়ী হয়। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়(Sanjib Banerjee) এই খবর জানান । তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের ওপর কোন সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই। আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।
শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং(Darjelling) এবং কালিম্পং এই দুটো জেলাতে খুব হালকা বৃষ্টি সম্ভাবনা আছে। সামান্য মেঘলা আকাশ থাকবে। এছাড়া আগামী পাঁচ দিনে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমাদের রাত্রের তাপমাত্রা যেমন রয়েছে তাতেও কোন পরিবর্তন নেই। অর্থাৎ কলকাতার(Kolkata) ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে । আর দিনের বেলা শহরে ৩১ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। পরিষ্কার আকাশ থাকবে ।বৃষ্টির(Rain) কোনো সম্ভাবনা নেই।
সঞ্জীববাবু জানান, পশ্চিমবঙ্গে মূলত ঠান্ডা আসে ১৫ ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত । রাতের তাপমাত্রা যখন ১৫ ডিগ্রির নিচে যায়, তখনই আমরা ভাবি কি শীত এসেছে। জাকিয়ে বলে কোন ঠান্ডা হয় না দাবি আবহাওয়াবিদের। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ২১ ডিগ্রি চেয়ে কম হবার সম্ভাবনা এখনই নেই । ফলে রাজ্যবাসীকে বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal)ঠান্ডা অনুভব করতে অপেক্ষা করতে হবে এখন আরোও বেশ কিছুদিন।