এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হোটেল থেকে উদ্ধার নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার কর্মীর দেহ

নিজস্ব প্রতিনিধি: পেশায় ছিলেন অ্যাপ বাইক চালক(App Biker)। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরাই প্রথমে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে শেষে থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগের ভিওত্তিতে পুলিশ তদন্তে নামলেও কোনও সুরাহা পায়নি। শেষে সোমবার রাতে খাস কলকাতার(Kolkata) বালিগঞ্জে(Ballygunge) একটি হোটেলের ঘর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে মর্গে গিয়ে সেই দেহ শনাক্ত করেন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ ওই যুবককে খুন(Murder) করা হয়েছে। ম্রৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় সেটা পুলিশও মানছে। খোঁজ চলছে ওই যুবকের সঙ্গেই ওই হোটেলে আসা অপর এক যুবকের। সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ওই যুবকের সঙ্গে সম্পর্কে(Gay Relationship) জড়িয়েছিলেন। পুলিশের ধারনা সেই সম্পর্কের টানাপোড়েনেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন ডাকঘর কর্মীদের Postal Co-Operative Society-তে কোটি টাকার তছরুপ

জানা গিয়েছে, নিখোঁজ অ্যাপ বাইক সংস্থার ওই কর্মীর নাম সিরাজউদ্দিন মোল্লা। বাড়ি দক্ষিণ পশ্চিম শহরতলির ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আসুতি খানবেরিয়া এলাকায়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে কার্যত নিখোঁজ হয়ে যান সিরাজ। রাতে আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন কালীতলা আশুতি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ নিখোঁজ ওই যুবক সিরাজউদ্দিন মোল্লার খোঁজ শুরু করে। তাঁর একাধিক পরিচিত এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সূত্রেই সামনে আসে শাহাজাহান ঢালি নামে অপর এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। এদিকে সোমবার সন্ধ্যায় বালিগঞ্জের একটি হোটেলের একটি ঘর থেকে পচা দুর্গন্ধ বার হতে দেখে হোটেলের কর্মীরা সেই ঘরের দরজা ভেঙে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেই দেহ উদ্ধার করে হাতপাতালে পাঠায় ময়ানতদন্তের জন্য।

আরও পড়ুন রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পাচ্ছে ‘বাংলার মাটি, বাংলার জল…’!

এর পাশাপাশি ওই দেহ শনাক্তকরণের জন্য সিরাজের পরিবারের লোকদের ডেকে পাঠান। তা৬রা এদিন সকালে মর্গে গিয়ে সেই দেহ শনাক্তও করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিরাজের সঙ্গে বৃহস্পতিবার রাতে বালিগঞ্জের ওই হোটেলে আরও এক যুবক উঠেছিলেন। রবিবার সকালের পরে ওই যুবকের আর দেখা পাননি হোটেলের কর্মীরা। পুলিশের ধারনা ওই যুবকই শাহাজাহান ঢালি যার সঙ্গে সিরাজের সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। পুলিশ এখন এই শাহাজাহান ঢালিকে খুঁজছে। সিরাজের মোবাইলটি অবশ্য বেপাত্তা হয়েছে। সেটি পাওয়া যাচ্ছে না বলেই জানা গিয়েছে। সূত্রে এটাও জানা গিয়েছে, সিরাজের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সিরাজ আরও অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তাঁর সঙ্গে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

গাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, বাগুইহাটিতে মর্মান্তিক ঘটনা

বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, পুরুলিয়াতে শিলা বৃষ্টি শুরু

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর