এই মুহূর্তে




স্বাধীনতা দিবসে মনে পড়ে এই এই ১০ দেশাত্মবোধক গান! জেনে নিন রচয়িতা কারা

courtesy google




নিজস্ব প্রতিনিধি :  মাঝে আর একটা দিন মাত্র। এরপেরই দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস। এবারের ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে দেশবাসী।এইদিন যেমন স্পেশাল ড্রেস পড়বেন তেমনই অনেকেই এইদিনে দেশাত্মবোধক গান শুনতে ভালবাসে। এখানে রইল ১০ টি দেশাত্মবোধক গান যা পরিবারের সকলের সঙ্গে মিলে শুনতে পারেন। পাশাপাশি জেনে নিন এই গানগুলির স্রষ্টা কে ?

ধনধান্যে পুষ্পে ভরা : এই গানটির স্রষ্টা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক এবং গীতিকার। নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তিনি। গানটি হল- ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা’

মুক্তির মুক্তির মন্দির সোপানতলে :  মোহিনী চৌধুরীর লেখা এই গান বা কবিতাটি শুনতে পারেন এইদিনে। এই গানে উঠে আসে বিপ্লবীদের লড়াইয়ের কথা। গানটি হল-‘মুক্তির মন্দির সোপানতলে-কত প্রাণ হলো বলিদান-লেখা আছে অশ্রুজলে’

একবার বিদায় দে মাগো ঘুরে আসি : বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস এই গানটি রচনা করেছিলেন। এই গানটি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে রচিত।

বাংলার মাটি বাংলার জল : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি বেশ জনপ্রিয়। পাশাপাশি এটা পশ্চিমবঙ্গের জাতীয় সংগীত।

মায়ের দেওয়া মোটা কাপড় : ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ এই গানটি হল রজনীকান্ত সেনের লেখা। এই গানটিও শুনতে পারেন স্বাধীনতা দিবসে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি :  রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটিও শুনতে পারেন। এই গান পরিবারের সঙ্গে মিলে উপভোগ করতে পারেন।

মা তুঝে সালাম  ও জয় হো : এ আর রহমানের অন্যতম জনপ্রিয় গানের মধ্যে হল ‘মা তুঝে সালাম’ ও ‘জয় হো’। দেশাত্মবোধক কোনও অনুষ্ঠানে আজও এই গান শোনা যায়।

তেরি মিট্টি : ২০১৯-এর সেরা হিটগুলি মধ্যে অন্যতম অক্ষয় কুমারের কেশরী। আর এই সিনেমার তেরি মিট্টি গানটিও দারুণ জনপ্রিয় হয়েছিল। গানটি হল- ‘তেরী মিট্টি মিল জাঁওয়া- গুল বাঁকে মে খিল জাঁওয়া-ইতনী সী হে দিল কী আরজু’।

অ্যায় ওয়াতন : গুলজারের লেখা গানটি নয়া প্রজন্মের অত্যন্ত প্রিয় এক দেশাত্মবোধক গান। গানটি হল-‘এ ওয়াতন ওয়াতন মেরে আবাদ রাহে তু’

সন্দেসে আতে হ্যায় : জাভেদ আখতারের লেখা এই গানটি বেশ জনপ্রিয়। ‘কে ঘর কব আওগে কে ঘর কব আওগে,লিখো কব আওগে’।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজ অপরা একাদশীতে এই কাজ করুন, মা লক্ষ্মী হেঁটে আসবে আপনার ঘরে

শুধু সুস্বাস্থ্য নয়, জানেন কী সৌভাগ্য ফেরায় ছাতু

হাতে সময় কম, চটজলদি আলুর ৩ রেসিপি বানিয়ে নিলেই কেল্লাফতে

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

জীবনের পথ সুগম করতে চান? শত হস্ত দূরে থাকুন এইসমস্ত মেয়েদের থেকে

ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি, মাইগ্রেনের সমস্যা থাকলে বাড়িয়ে দেবে যন্ত্রণা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ