-273ºc,
Friday, 2nd June, 2023 3:36 am
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে মা লক্ষ্মীকে আবাহন করার প্রস্তুতি। তাই ঘরের লক্ষ্মীরা এখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। ভোগ রান্না করা থেকে আলপনা দেওয়া, নাড়ু বানানো সবটাই তাদের করতে হচ্ছে একা হাতে। কিন্তু মা লক্ষ্মীকে আবাহন করতে গেলে নিজেকেও সেজে উঠতে হবে সুন্দরভাবে। আর লক্ষ্মীপুজোর সাজ মানে লাল পাড় সাদা শাড়ি কিন্তু একঘেয়ে লাল শাড়ি পড়তে ইচ্ছে করছে না? তাহলে এবারের লক্ষ্মীপুজোয় সেজে(Lakshmipujo style) উঠতেই পারেন নতুন রূপে।
সিম্পল বর্ডার ডিজাইনার শাড়ি: লক্ষ্মীপুজোর দিন সিম্পল লুকে সাজতে চাইলে হাতে তুলে নিতে পারেন সিম্পল বর্ডার ডিজাইনার নেটের শাড়ি । জরির নকশা পাড়ে লাল রঙের জমির এই শাড়ি দেখতে বেশ সুন্দর। এই ধরনের শাড়ির সঙ্গে ভি নেক ব্লাউজ ভাল মানাবে। এর সঙ্গে হাতে মানানসই চুড়ি এবং গলায় চোকার পরতে পারেন। সঙ্গে সাধারণ মেকআপে আপনি হয়ে উঠবেন অন্যন্যা।
লাল বেনারসি শাড়িঃ বাড়ির লক্ষ্মী পুজোর সাজের জন্য বেছে নিতে পারেন লাল রঙের বেনারসি শাড়ি। চওড়া পাড়ের ছোট প্রিন্টের বেনারসি শাড়ির সঙ্গে সাধারণ ব্লাউজ পরতে পারেন। এর সঙ্গে লো বান হেয়ারস্টাইল করতে পারেন। চুলে জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। এই সাজ আপনাকে স্নিগ্ধ লুক দেবে।
লাল লেহরিয়া শাড়িঃ পুজোর দিনে আধুনিক সাজতে চাইলে বাছতে পারেন লেহরিয়া ডিজাইনের শাড়ি। এই শাড়ি খুব হালকা। পুজোর দিন পরার জন্য একেবারে আদর্শ। এর সঙ্গে সাদা বা অন্য কোনও রঙের ফুল স্লিভ টপ পরতে পারেন। খোলা চুলে কানে ভারি দুল আর কপালে টিপ। আপনি হয়ে উঠবেন সকলের মধ্যমণি।
লাল ফ্লোরাল ডিজাইন শাড়িঃ এই বছর পুজোয় ফ্লোরাল ডিজাইন পোশাক বেশ ট্রেন্ডিং। লক্ষ্মী পুজোর সাজের জন্য আপনি বাছতেই পারেন লাল ফুলের ডিজাইনার শাড়ি । তবে প্রিন্ট যেন বেশি বড় না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে । এই রকম শাড়ির সঙ্গে মিলিয়ে মাল্টিকালার বা সবুজ রঙের ব্লাউজ পরতে পারেন।