এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অফিসের কাজের ফাঁকে ভ্রমণের মজা, করোনাকালে জনপ্রিয় হচ্ছে ‘ওয়ার্কেশন’

নিজস্ব প্রতিনিধি: করোনাকালের পর বিশ্বের পর্যটন শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে। একদিকে যেমন পর্যটন কেন্দ্রের চাহিদা বদল হয়েছে, তেমনই নানা নতুন নতুন ক্ষেত্র সামনে আসছে। এককথায় পর্যটন শিল্পের সংজ্ঞাই বদলে যাচ্ছে দ্রুত। দুই বছর হতে চলল করোনা সংক্রমণের জেরে হাঁসফাঁস অবস্থা বিশ্ববাসীর। এই সময়কালের বেশিরভাগ সময়ই হয় গৃহবন্দি হয়ে, না হয় কড়া বিধিনিষেধ মেনে চলেছে জীবন। মাঝে মধ্যে কিছুটা ছাড় মেলার পর ফের নতুন করে ঝাঁপিয়ে পড়েছে করোনাভাইরাস। আবার শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। একটা সময় ছিল যখন অফিসে ছুটি পেলে বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে যাওয়ার চল একসময় ছিল। ২০১৯ সাল পর্যন্ত এভাবেই অভ্যস্থ ছিলেন বেশিরভাগ মানুষ। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় কোভিড-১৯ ভাইরাস। মানুষ গৃহবন্দি হয়ে যাওয়ায় ২০২০ সাল থেকে পর্যটনক্ষেত্রে বিপুল ক্ষতি হতে শুরু করে। প্রত্যক্ষভাবে কাজ হারান হাজার হাজার মানুষ। অপরদিকে লক্ষ লক্ষ মানুষও বেকার হয়ে পড়েন। সবমিলিয়ে পর্যটন শিল্পে এর ব্যাপক প্রভাব পড়ে।

তবে ২০২০ সালের শেষ দিক থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় পর্যটন শিল্প। ২০২১ সাল পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করেছিলেন অনেকে। কিন্তু ফের নতুন করে করোনার হানা কিছুটা ওলোট-পালোট করে দিল পর্যটন শিল্পকে। তবে একটা বিষয় বুঝে গিয়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ কর্মীরাও। সেটা হল সময় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়েই পর্যটন ব্যবসা চালাতে হবে। ফলে নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। করোনাকালে গোটা বিশ্বের সঙ্গে ভারতেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতি ঢুকে পড়েছে। এবং ধীরে ধীরে এটা বাড়ছে। ফলে অফিসে গিয়ে আর কাজ করতে হচ্ছে না কর্মচারীদের বেশিরভাগ অংশকে। আর এই ‘ওয়ার্ক ফ্রম হোম’-কে হাতিয়ার করেই এক নতুন দিক খুলে গেছে পর্যটনশিল্পের।

এই নতুন দিকটি হল স্টেকেশন বা ওয়ার্কেশন। এর অর্থ হল কাজ করতে করতেই ছুটি কাটান। অর্থাৎ অফিসের কাজের সমস্ত ব্যবস্থা থাকবে পর্যটনস্থলগুলিতেই। ফলে অফিসের কাজও করা যাবে আবার ফাঁকে একটু ঘুরেও আসা যাবে এদিক-ওদিক। ২০২২ থেকেই এর চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। জানা যাচ্ছে, ভারতেও ধীরে ধীরে এই ধরণের প্যাকেজ ট্যুর জনপ্রিয় হচ্ছে। কয়েকটি বেসরকারি পর্যটন সংস্থা এই ধরণের প্যাকেজ দিচ্ছেন বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের। ফলে নতুন জায়গায় বেড়ানোর সঙ্গে সঙ্গে অফিসের কাজ সেরে নেওয়ার প্রবণতাও ক্রমশ বাড়ছে। সূত্রের দাবি, প্রায় ২৭ শতাংশ পর্যটক একমাসের ওয়ার্কেশন কাটাচ্ছেন ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

এক্ষেত্রে কোনও নির্জন পাহাড়ি এলাকার চাহিদা সবচেয়ে বেশি। অর্থাৎ প্রায় এক মাস কোনও শৈল শহরে থেকেই অফিসের কাজ সারছেন বর্তমান প্রজন্মের কর্মচারীরা। ওয়ার্ক ফ্রম হোমের জন্য অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, আবার অফিস থেকে ছুটি নেওয়ার প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটি ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ, তাহলেই কেল্লা ফতে। বাড়ি থেকে বহু দূরে অফিসের কাজও হবে, আবার অবসর সময় বা সপ্তাহন্তে ভ্রমণও হয়ে যাবে। তবে শুধু পাহাড় নয়, সমুদ্র বা জঙ্গলের চাহিদাও আছে। এক্ষেত্রে দরকার হাইস্পিড ইন্টারনেট সংযোগ। এই করোনা আবহে তাই ওয়ার্কেশন বা স্টেকেশনের সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছে দেশের পর্যটন মন্ত্রকও। নানা পর্যটন স্থানে কম খরচের হোমস্টে চালুর ব্যবস্থাও করা হচ্ছে।

আমাদের রাজ্যের মন্দারমনি, তাজপুর ছাড়াও ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন আছে, তেমনই পাহাড়ের বিভিন্ন অফবিট এলাকায় ওয়ার্কেশন বা স্টেকেশনে যেতে পারেন। আবার পর্যটকদের কাছে গত কয়েক বছর ধরে ঝা়ডগ্রাম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জেলায় পাহাড়, জঙ্গল মিলিয়ে গ্রাম বাংলার নির্মেদ ছোঁয়া রয়েছে। তাই অফিসের কাজের ক্ষেত্রে দারুণ জায়গা হতে পারে। একইভাবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও বেশ কয়েকটি অফবিট জায়গা রয়েছে যেখানে কয়েকটা দিন থেকে ওয়ার্কেশন করা যায়। এই সমস্ত এলাকায় বেশ কয়েকটি হোমস্টে এবং হোটেল আছে WiFi-এরও ব্যবস্থা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘন ঘন বুক জ্বালা অম্বল ! ভুলেও এই ৫ টি খাবার ছোঁবেন না

গরম থেকে নিস্তার পেতে এই আনাজের ওপরেই রাখুন ভরসা!

ঘুরেও তাকানো বারণ, রাজস্থানের রহস্যময় মন্দিরের কাহিনী শুনলে চমকে উঠবেন

মাত্র ২ টা লেবু দিয়ে দোকানের মত বানিয়ে ফেলুন ‘লেমন আইসক্রিম’

গরমে ভরসা আলু না রাঙা আলু ! জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

ঘরের শোভা বাড়াতে বাড়ির টবেই লাগান অপূর্ব এই গাছগুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর