এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বছর শেষে কলকাতার আশেপাশে এই জায়গাগুলিতে ঘুরে আসুন

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দুদিন বাকি। কালকের দিনটি পেরোলেই ২০২৩। যা নিয়ে এখনো শহরবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই প্ল্যান ছকে নিয়েছেন যে, কে কোথায় যাবেন। কেউ কলকাতাতেই থাকবেন আবার কেউ টুক করে সুযোগ বুঝেই দুদিনের জন্যে বেরিয়ে পড়বেন প্রকৃতির খোঁজে। একে শীতকাল, তার মধ্যে বর্ষবরণ দুদিন ছুটি। তাই ভ্রমণপ্রেমিরা বছরের শেষ দিন কিংবা নতুন বছরের শুরুর দিন কলকাতায় থাকবেন না এটা নিশ্চিত! ইতিমধ্যেই অনেকেই গন্তব্যস্থলের পরিকল্পনা করে ফেলেছেন। কেউ খানিকটা লম্বা ছুটি নিয়ে শহর থেকে অনেকটা দূরে যাওয়ার কথাই ভাবছেন আবার কেউ ছুটি শেষ হওয়ার ভয়ে অল্প কোথাও আনন্দ করতে চাইছেন। হ্যাঁ, আজ আমাদের প্রতিবেদনটি তাঁদের উদ্দেশ্যে। যারা চাইছেন কাছে-পিঠে ঘুরেই নতুন বছরকে স্বাগত জানাবেন। কলকাতার আশে পাশে রয়েছে এমন অনেক জায়গা, যার মাধ্যমে আপনি পাহাড়-সমুদ্র-জঙ্গল সবকিছুই একসঙ্গে উপভোগ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, কলকাতা ও তার আশেপাশে এক দু’দিনের জন্য নিজেকে হারিয়ে ফেলার খোঁজ!

১) বড়ন্তি

একটা ছোট উইকএন্ডে প্রকৃতির কোলে কাটানোর ইচ্ছে হলে পুরুলিয়া দারুণ জায়গা। ‘লাল-পাহাড়ির দেশে’ যেতে গেলে অবশ্যই ঘুরে আসুন বড়ন্তিতে। শাল-শিমূল, মহুয়া, পলাশ, পিয়াল, সেগুন – সব ধরনের গাছের বনের মধ্যিখানে ছোট্ট একটি নিরিবিলিতে নিজেকে হারিয়ে ফেলুন।

কীভাবে যাবেন – শিয়ালদহ বা হাওড়া থেকে আসানসোলগামী যেকোনও ট্রেনে চেপে আদ্রা এবং আদ্রা থেকে সামান্য পথ পেরোলেই বড়ন্তি।

২) গনগনি

ইদানীং গনগনি বেশ একটি জনপ্রিয় উইকএন্ড গন্তব্য। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিও আবেগে পরিপূর্ণ। তবে জঙ্গল যদি আপনার পছন্দের হয়, তাহলে নিঃসন্দেহে চলে যান গনগনিতে।

কীভাবে যাবেন – ট্রেনে অথবা বাসে গড়বেতা এবং সেখান থেকে টোটো চেপে গনগনি।

৩) বাঁকিপুট

মন্দারমনি-তাজপুরের ভিড় নেই, অথচ রয়েছে অপূর্ব স্নিগ্ধতা! এক আধটা দিন উইকেন্ড একেবারে জমে যাবে। শুধু সমুদ্র নয়, এখানে দেখার মতো রয়েছে শতাব্দীপ্রাচীন মন্দির।

কীভাবে যাবেন – বাসে গেলে যে-কোনও দিঘাগামী বাসে চেপে কাঁথিতে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে বাঁকিপুট। কাঁথি থেকে গাড়িতে প্রায় মিনিট ৪০ সময় লাগে।

৪) বিশ্রাম বাগানবাড়ি, টাকি

কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত টাকি স্টেশন থেকে কয়েক মিনিট এগোলেই ইছামতি নদীর পাড়েই বিশ্রাম বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরে রয়েছে ছোট ছোট কটেজ। যেখানে আপনি বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে দারুণ আনন্দে কাটাতে পারেন। দীঘি, মন্দির, ছাউনি দেওয়া পুকুরঘাট আর অজস্র গাছ-গাছালি একেবারে আপনার মন জয় করে নিতে বাধ্য।

৫) পুষ্পবন – ডায়মন্ড হারবার

একদিনের ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা ডায়মন্ড হারবার। যেখানে রয়েছে কয়েক ঘণ্টা কাটানোর জন্য দারুণ পুষ্পবন। এছাড়াও এখানে রয়েছে দুটি কেল্লা। যদিও তার শুধুই ধ্বংসাবশেষই রয়েছে। কারণ একটি কেল্লা তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে আরেকটি তৈরি হয়েছিল ইংরেজ আমলে।

৬) দেউলটি

গ্রাম্য মেঠো পথে পিকনিক করতে চাইলে দেউলটি অন্যতম শ্রেষ্ঠ জায়গা কলকাতার বুকে। কলকাতা থেকে মাত্র ৬৩ কিলোমিটার দূরের এই জায়গায় মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাবেন। পুকুরের জ্যান্ত মাছ, গাছ থেকে সদ্য পেড়ে আনা নারকেল সবটাই আপনার আনন্দের ভাগ হবে। সঙ্গে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরে আসতে পারেন। তাছাড়াও রয়েছে অপূর্ব সুন্দর রূপনারায়ণ নদী। কাছেই রাধা ও মদনগোপালের মন্দির। সুতরাং ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব!’ আহা ! হারিয়ে যাবই। না ভাবনা চিন্তা করে দুদিন কাটিয়ে আসুন এই জায়গাগুলিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেনে নিন রোদে ঝলসে যাওয়া ত্বককে বাঁচাবেন কি করে!

কাঠফাটা গরমে একবার চেখে দেখুন এই তরমুজের আইসক্রিম

একঝলকে দেখে নিন আপনার ‘স্বপ্নের শহর’

উরুতে মেদ বাড়ছে ? অবহেলা করলেই বিপদ! জেনে নিন কি করবেন

ভুল করেও গরমে এইসব খাবার খাবেন না

তীব্র গরমেও এই দেশগুলি থাকে ঠান্ডা ঠান্ডা-কুল কুল!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর