এই মুহূর্তে




একটানা তুষারপাত, এভারেস্টের পাদদেশে আটকে অন্তত ১৫০০ পর্যটক

নিজস্ব প্রতিনিধি: একটানা বর্ষণ, প্রচণ্ড তুষারপাত, ঝোড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্টের কাছে তাই দেড় হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এভারেস্টের পাদদেশের নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে। এর ফলে ঝোড়ো আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটানা তুষারপাত হওয়ার কারণে দৃশ্যমানতা অনেকাংশ কমে গিয়েছে। বন্ধ রয়েছে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল।

সোলোখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে লুকলা বিমানবন্দরে। এর ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সকল ট্রেকার এবং পর্যটক লুকলাই ফিরে এসেছিলেন তারা কাঠমান্ডুতে যাওয়ার মতো কোনও ফ্লাইট পাননি।

প্রসঙ্গত, এই সময় নেপালে পর্যটনের মরশুম। এই সময় প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু বর্তমানে আবহাওয়ার কারণে সকল ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ফলে লুকলার আশপাশের হোটেলগুলো পর্যটক ভরে গিয়েছে। অনেকেই হোটেলে থাকার জায়গা পর্যন্ত পাচ্ছেন না।নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত ১৫০০ জন পর্যটক। এরা সকলেই এখন লুকলাই আটকে রয়েছে। এদিকে নেপালের আবহাওয়া দফতর বলছে যে এখুনি ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও লক্ষণ নেই, বরং আগামী দুদিন কোশিসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

মাটিতে বসেই দর্শন, তারকাসুলক অহংকে দূরে রেখে বিশ্বনাথ মন্দিরে অঞ্জলী ও সারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ