এই মুহূর্তে




ভিক্ষাবৃত্তির দায়ে ৫১ হাজার পাকিস্তানিকে গলাধাক্কা দিয়ে ফেরত পাঠিয়েছে বিভিন্ন দেশ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কাছে লজ্জায় মাথা নিচু হল যুদ্ধবাজ শাহবাজ শরিফ সরকারের। দেশে কাজ না থাকায় ও দুর্ভিক্ষ চলায় বিভিন্ন দেশে ঢুকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন পাকিস্তানিরা। আর অবৈধভাবে ঢুকে ভিক্ষাবৃত্তি করার অপরাধে শুধুমাত্র চলতি বছরেই বিভিন্ন দেশ গলাধাক্কা দিয়ে ৫১ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। না, এ তথ্য শত্রু দেশ ভারতের দেওয়া নয়। কোনও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থারও নয়। এ তথ্য জানিয়েছে শাহবাজ শরিফ সরকারের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ। পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী ও মানবাধিকার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিকে এই আঁতকে ওঠা তথ্য জানিয়েছেন এফআইএ’র মহাপরিচালক রিফফাত মুখতার রাজা। তিনি জানিয়েছেন, ‘ভিক্ষাবৃত্তির দায়ে গলাধাক্কা খাওয়া সিংহভাগ পাকিস্তানিই দেশে ফিরেছেন লাহোর ও করাচি বিমানবন্দর দিয়ে।’

বুধবার (১৭ ডিসেম্বর) আগা রিফাউল্লাহের নেতৃত্বাধীন প্রবাসী পাকিস্তানি ও মানবাধিকার সংক্রান্ত কমিটিকে এফআইএ’র মহাপরিচালক জানিয়েছেন, ‘ভিক্ষাবৃত্তির জন্য অনেক পাকিস্তানি সৌদিতে গিয়ে ওমরাহ পালনের ছল করেন। ওমরাহ পালনের নামে সৌদি আরবে পৌঁছনোর পরে সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এই ধরনের অপচেষ্টার দায়ে তাদেরও আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছর ভিক্ষার দায়ে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে তথাকথিত বন্ধু দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি ফেরত পাঠিয়েছে প্রায় ২৪ হাজার পাকিস্তানিকে। এর পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যেখান থেকে ফেরত পাঠানো হয়েছে প্রায় ৬ হাজার পাকিস্তানিকে। তৃতীয় অবস্থানে রয়েছে আজারবাইজান, যেখানে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২ হাজার ৫০০ জন পাকিস্তানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এফআইএ’র মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ২৪ হাজার পাকিস্তানি পর্যটক ভিসায় কম্বোডিয়া গিয়েছেন। তার মধ্যে ১২ হাজার জন আর দেশে ফেরেননি। একইভাবে, পর্যটক ভিসায় ৪ হাজার পাকিস্তানি মায়ানমার গিয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৫০০ জন ফেরত আসেননি। অর্থা‍ৎ ওই ১৬ হাজার পাকিস্তানি সম্ভবত সেখানে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিয়েছেন।’ ইউরোপের দেশগুলি পাকিস্তানিদের প্রবেশ করতে দেওয়ার বিষয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করছে বলেও দাবি করেছেন এফআইএ’র মহাপরিচালক। তাঁর কথায়, ‘গত বছর প্রায় ৮ হাজার পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছিলেন। এ বছর সেই সংখ্যা কমে ৪ হাজারে নেমে এসেছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঠাঁই হবে না, প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিল বিএসএফ

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

‘বউ ফিরিয়ে..’, স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শাশুড়ির পা ধরে কান্নাকাটি জামাই বাবাজীবনের, রইল ভিডিও  

নিজের হাতের রান্না প্রিয়াঙ্কা গান্ধিকে খাওয়ালেন নীতিন গড়কড়ি, চেখে কি বললেন সোনিয়া তনয়া?

ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

মাহিন্দ্রা থর নিয়ে সোজা রেললাইনে বৃদ্ধ চালক! হাড় হিম কাণ্ড নাগাল্যান্ডে, রইল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ