এই মুহূর্তে




পুজোর মধ্যেই সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করা হল খোদ মুখ্যমন্ত্রীকে




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সরকারি বাসভবনে ৪৮ ঘন্টাও থিতু হতে পারলেন না আতিশী মারলেনা। আজ বুধবার (৯ অক্টোবর) দেবী দুর্গার বোধনের দিনেই সরকারি বাসভবন থেকে উচ্ছেদ হতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। বাসভবনের আসবাব-সহ অন্যান্য জিনিস বাইরে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে পূর্ত দফতর। আর সরকারি বাসভবন থেকে মুখ্যমন্ত্রীকে উচ্ছেদ নিয়ে ফের একবারর সম্মুখসমরে শাহি মন্ত্রকের ‘পোষ্য ভৃত্য’ তথা  দিল্লির উপরাজ্যপাল বি কে সাক্সেনা ও আম আদমি পার্টির  শীর্ষ নেতৃত্ব। আপের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপির ‘দালাল’ হয়ে কাজ করছেন উপরাজ্যপাল। ন্যক্কারজনকভাবে মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি দিল্লির উপরাজ্যপাল কিংবা তার মুখপাত্ররা।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গত মাসেই শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। আর জামিনে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই আচমকা মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি। কেজরির জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হন আপ নেত্রী আতিশী মারলেনা। দীর্ঘ ৯ বছর বাদে মুখ্যমন্ত্রীর বাংলো থেকে চলে যান কেজরিওয়াল। তার পরে গত সোমবারই (৭ অক্টোবর) মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবনে (উত্তর দিল্লির সিভিল লাইনসের ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোড) ওঠেন নয়া মুখ্যমন্ত্রী আতিশী।

এদিন দুপুরেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে হাজির হন পূর্ত দফতরের আধিকারিকরা। আতিশীকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। ওই নির্দেশ পেয়েই মাথায় হাত দিয়ে বসে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত বিকেলেই সরকারি বাসভবন থেকে আসবাবপত্র-সহ অন্যান্য মালপত্র সরিয়ে নিয়ে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারিক বাসভবন থেকে উচ্ছেদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিকই এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে বলা হয়েছে, ‘স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রীকে সরকারি বাসভবন থেকে উ‍ৎখাত করা হল। বিজেপির পক্ষে এমন লজ্জাজনক ঘটনা সংগঠিত করেছেন খোদ উপরাজ্যপাল। গণতন্ত্রের পক্ষে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Delhi mayor: বিজেপির স্বপ্ন ভেঙে দিল্লির মেয়র হলেন আপের মহেশ খিচি

দূষণ ধোঁয়ায় আঁধার দিল্লিতে বন্ধ করা হল নির্মাণ কার্য, বাস চলাচলেও নিয়ন্ত্রণ

দুই শাবককে বাঁচাতে সিংহীর সঙ্গে লড়ে গেলেন মা চিতা, কুর্নিশ জানাচ্ছে নেট জনতা

প্রেমিকার সঙ্গে ডেটে গিয়ে হাতেনাতে পাকড়াও পঞ্চায়েত প্রধান, উত্তম-মধ্যম দিলেন স্ত্রী

রাস উপলক্ষে সেজে উঠেছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি

এই ফুলেই তুষ্ট দেবসেনাপতি ? জানুন কার্তিকের আশীর্বাদ লাভ করবেন কীভাবে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর