-273ºc,
Friday, 9th June, 2023 2:40 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে অনলাইন জুয়া বন্ধে কড়া রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। আর এই কারণে ব্রিটিশ আমলের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বদলে নয়া আইন আনতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের জননিরাপত্তা বিভাগ। ‘জুয়া আইন-২০২৩’ নামে নতুন আইনের খসড়াও তৈরি হয়েছে। মূলত অনলাইন জুয়া বন্ধেই নয়া আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক।
দেশ যত ডিজিটাল হচ্ছে ততই অনলাইন জুয়ার রমরমা বাড়ছে। গত কয়েক বছরে অনলাইন জুয়ার পাল্লায় পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তাই এবার নড়েচড়ে বসছে প্রশাসন। নতুন যে আইন প্রণয়ন করা হচ্ছে তাতে অনলাইন জুয়া খেলার জন্য সর্বোচ্চ শাস্তির মেয়াদ হচ্ছে তিন বছর। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হচ্ছে। অপরাধের মাত্রা বিচার করে একই সঙ্গে দুই দণ্ড কার্যকর করা যাবে। বর্তমানে যে আইন রয়েছে তাতে জুয়া খেলে ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি ছিল ৫০০ টাকা জরিমানা।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৮৬৭ সালের জুয়া আইন সংশোধন করতে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব লিপিকা ভদ্রকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে কমিটি আইনের খসড়া জমা দেয়। খসড়া আইনের বিষয়ে বিভিন্ন মন্ত্রকের মতামত নেওয়া হচ্ছে। শিগগিরই খসড়াটি চূড়ান্ত করে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।